মদ খাওয়ার টাকা না দেওয়ায় এক ব্যাক্তিকে বেধরক মারধর। আহত যুবক মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার সাগরদিঘি এলাকার ঘটনা। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের।
জানা গিয়েছে আহত যুবকের নাম রাজিব রবি দাস। পেশায় টোটো চালক। এদিন রাত্রিবেলা টোটো নিয়ে বাড়ি ফিরছিলো। সেই সময় সাগরদিঘি এলাকায় বেশ কিছু মদ্যপ যুবক তার পথ আটকায়। এরপর তার কাছ থেকে মদ্য পানের জন্য টাকা দাবি করে রবি দাসের কাছে। সে সেই সময় ওই টাকা দিতে অস্বীকার করায় টোটো থেকে রাস্তায় ফেলে বেধরক মারধর শুরু করে মদ্যপ যুবকেরা। তার কাছে থাকা ৭০০টাকা মোবাইল ফোন কেরে নেয়। ঘটনার চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসতেই মদ্যপরা পালিয়ে যায়। ওই টোটো চালককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আহতর পক্ষ থেকে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরজবাজার থানার পুলিশ।