সালানপুর ব্লকে পালিত হল ঘাটওয়াল আদিবাসী সমাজের তৃতীয় বার্ষিক কর্মা উৎসব। সালানপুর ব্লকের কলাডাবর ফুটবল ময়দানে রবিবার পালিত হল ঘাটওয়াল আদিবাসী সমাজের কর্মা উৎসব। এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় ও প্রাক্তন কৃষি মন্ত্রী হরিনারায়ণ রায়। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহঃ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং, হিন্দি প্রকোষ্ঠের ব্লক সভাপতি শশী ভূষণ পান্ডে, আল্লাডি গ্রাম পঞ্চায়েত প্রধান সেলিম মিঞা, উপপ্রধান পার্বতী কিস্কু, সদস্য উজ্জ্বল মণ্ডল সহ অন্যান্যরা।
এদিন অনুষ্ঠানে বিধায়ককে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয় ঘাটওয়াল সমাজের পক্ষ থেকে। পাশাপাশি আদিবাসী ঘাটওয়াল মহিলারা সমাজ ও উৎসবের রীতি মেনে অতিথি বারাবনি বিধায়কের ‘পা’ ধুয়ে বিশেষ সম্মান জানান। তাছাড়া, এদিন বিভিন্ন গ্রামের ঘাটওয়াল সমাজের মহিলারা নৃত্য পরিবেশনের মাধ্যমে দিনটি পালন করেন। এদিন উৎসবে ধান পূজো করেন ঘাটওয়াল আদিবাসী সমাজের মানুষরা।
আরও পড়ুন – ট্রেনে কাটা পরে দুই ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া ধুম ডাঙ্গী এলাকায়
এই দিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের শুভ সূচনা করেন। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিশেষ সম্মান প্রদান করা হয়। এই প্রসঙ্গে, বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, এত কড়া রোদের মধ্যে দিয়েও পালিত হচ্ছে আদিবাসী ঘাটওয়াল সমাজের কর্মা উৎসব। এই সমাজের পাশে দল ও রাজ্য সরকার সর্বদায় ছিলো ও সারা জীবন থাকবে। এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটওয়াল সমাজের সভাপতি সহদেব রায়, সম্পাদক শিবু রায়, শঙ্কর রায় সহ অন্যান্যরা। সালানপুর ব্লকে