আজও বিনামুল্যে পাঠ্যদান করে চলেছেন ৭৭ বছরের দীপক কুমার নাথ

আজও বিনামুল্যে পাঠ্যদান করে চলেছেন ৭৭ বছরের দীপক কুমার নাথ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আজও বিনামুল্যে পাঠ্যদান করে চলেছেন ৭৭ বছরের দীপক কুমার নাথ। এখনও এরকম মানুষ যে সমাজে আছেন, তা রানাঘাট মহকুমার আনুলিয়া মাঠপাড়ার দীপক কুমার নাথকে না দেখলে বোঝা যেত না। ৭৭ বছর বয়সী দীপক বাবু প্রাক্তন স্কুল শিক্ষক। সকলের কাছেই জেঠু অথবা দাদু নামেই বেশি পরিচিত। এই বয়সেও দীপক বাবু সম্পূর্ণ বিনামুল্যে দিনের পর দিন পাঠ্যদান করে চলেছেন অসংখ্য ছাত্র-ছাত্রীদের। ফিজিক্স নিয়ে পড়াশুনা দীপক বাবুর। বহরমপুর মনীন্দ্র নগর হাইস্কুলে পড়াতেন ইতিহাস।

 

কিন্তু, যেকোন বিষয়ই তাঁর নখ দর্পণে। তিনি যেমন ছাত্র-ছাত্রীদের সহজ ভাবে অংক করার টিপস দেন, তেমনই ইংরেজি সাহিত্যটা দেখে দেন অবলীলায়। আসলে, তিনি যে মানুষ গড়ার কারিগর তা বলার অপেক্ষা রাখে না। সব বিষয়ে তার সমান দখল। তাঁর কাছে শিক্ষা নিয়ে যাঁরা বড় হয়েছেন, তাঁরা বর্তমানে কেউ অধ্যাপক কেউ এসডিও, আবার কেউ ডিএম। দীপক স্যারের কাছেই পড়াশোনা করেই বিদেশে পাড়ি দিয়েছেন অসংখ্য ছাত্র-ছাত্রী। এখনও দীপক কুমার নাথ বাড়ির বাগানের পাশেই একটি জায়গায় ছাত্রছাত্রীদের পাঠ্যদান করেন। তিনি চান ছাত্রছাত্রীরা যেন সামাজিক কুসংস্কারের ঊর্ধ্বে উঠে মুক্ত মনের মানুষ হন। শিক্ষক দিবসে আনুলিয়া মাঠপাড়ার শিক্ষক দীপক কুমার নাথকে প্রণাম।

আরও পড়ুন – ট্রেনে কাটা পরে দুই ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া ধুম ডাঙ্গী এলাকায়

উল্লেখ্য, এখনও এরকম মানুষ যে সমাজে আছেন, তা রানাঘাট মহকুমার আনুলিয়া মাঠপাড়ার দীপক কুমার নাথকে না দেখলে বোঝা যেত না। ৭৭ বছর বয়সী দীপক বাবু প্রাক্তন স্কুল শিক্ষক। সকলের কাছেই জেঠু অথবা দাদু নামেই বেশি পরিচিত। এই বয়সেও দীপক বাবু সম্পূর্ণ বিনামুল্যে দিনের পর দিন পাঠ্যদান করে চলেছেন অসংখ্য ছাত্র-ছাত্রীদের। ফিজিক্স নিয়ে পড়াশুনা দীপক বাবুর। বহরমপুর মনীন্দ্র নগর হাইস্কুলে পড়াতেন ইতিহাস। কিন্তু, যেকোন বিষয়ই তাঁর নখ দর্পণে। তিনি যেমন ছাত্র-ছাত্রীদের সহজ ভাবে অংক করার টিপস দেন, তেমনই ইংরেজি সাহিত্যটা দেখে দেন অবলীলায়। আসলে, তিনি যে মানুষ গড়ার কারিগর তা বলার অপেক্ষা রাখে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top