Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
কোন শাড়ি বাজার কাঁপাচ্ছে এবার পুজোয়? জানতে পড়ুন প্রতিবেদনটি

কোন শাড়ি বাজার কাঁপাচ্ছে এবার পুজোয়? জানতে পড়ুন প্রতিবেদনটি

কোন শাড়ি বাজার কাঁপাচ্ছে এবার পুজোয়? জানতে পড়ুন প্রতিবেদনটি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কোন শাড়ি বাজার কাঁপাচ্ছে এবার পুজোয়? জানতে পড়ুন প্রতিবেদনটি । হালকা আবার দামও নাগালের মধ্যে এমন শাড়ির চাহিদা এবার পুজোয় বেশি। কম দামের তাঁতের শাড়ি চাহিদাও ভাল। হস্তচালিত তাঁতের শাড়ির চাহিদা বরাবরের। তাঁতের শাড়ির পাশাপাশি বাজার ভাল সিল্কের। রেশম সিল্ক, মটকা সিল্ক, তসর সিল্কের ভাল চাহিদা রয়েছে। এছাড়াও গুজরাতে, পার্টি, প্যাচওয়ার্ক শাড়ির পাশাপাশি এবার চাহিদা ভাল তসরের নানা কাজের শাড়ির।

 

পূর্ব বর্ধমানের বাজারে ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে রেশম সিল্ক শাড়ির। মসলিন কাপড়ে হাতের কাজের নকশায় মজেছেন সকলেই। বাংলার চিরকালীন তাঁতের শাড়ির চাহিদা তো আছেই। তবে আজকের প্রজন্ম চাইছে একটু হালকা পোশাক। সেই জন্যই মূলত এই রেশম সিল্কের চাহিদা তুঙ্গে। ব্যবসায়ীরা বলছেন, রেশম সিল্কের বিশেষত্ব হল মসলিন কাপড়ে হাতের কাজের নকশা দেখলেই চোখে ধরছে।

 

অনেক শাড়িরই ওজন ১০০ গ্রামের আশপাশে। তাই সাড়ে তিন হাজার টাকার আশপাশে দাম হলেও রেশম সিল্কের চাহিদা কিন্তু এবার ব্যাপক। এর সঙ্গে হাকোবা সুতির শাড়ির চাহিদাও ভালই। এই সারির পাড়ের কাজ অসাধারণ। সেই জন্যই ক্রেতাদের মন জয় করছে এই শাড়ি। দাম ১৪০০ থেকে ২০০০ টাকার মধ্যে। আবার এক হাজার থেকে আড়াই হাজার টাকার অরগাঞ্জা শাড়িও ভালই বাজার ধরেছে।

আরও পড়ুন – ট্রেনে কাটা পরে দুই ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া ধুম ডাঙ্গী এলাকায়

উল্লেখ্য, হালকা আবার দামও নাগালের মধ্যে এমন শাড়ির চাহিদা এবার পুজোয় বেশি। কম দামের তাঁতের শাড়ি চাহিদাও ভাল। হস্তচালিত তাঁতের শাড়ির চাহিদা বরাবরের। তাঁতের শাড়ির পাশাপাশি বাজার ভাল সিল্কের। রেশম সিল্ক, মটকা সিল্ক, তসর সিল্কের ভাল চাহিদা রয়েছে। এছাড়াও গুজরাতে, পার্টি, প্যাচওয়ার্ক শাড়ির পাশাপাশি এবার চাহিদা ভাল তসরের নানা কাজের শাড়ির।

 

পূর্ব বর্ধমানের বাজারে ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে রেশম সিল্ক শাড়ির। মসলিন কাপড়ে হাতের কাজের নকশায় মজেছেন সকলেই। বাংলার চিরকালীন তাঁতের শাড়ির চাহিদা তো আছেই। তবে আজকের প্রজন্ম চাইছে একটু হালকা পোশাক। সেই জন্যই মূলত এই রেশম সিল্কের চাহিদা তুঙ্গে। ব্যবসায়ীরা বলছেন, রেশম সিল্কের বিশেষত্ব হল মসলিন কাপড়ে হাতের কাজের নকশা দেখলেই চোখে ধরছে।

 

অনেক শাড়িরই ওজন ১০০ গ্রামের আশপাশে। তাই সাড়ে তিন হাজার টাকার আশপাশে দাম হলেও রেশম সিল্কের চাহিদা কিন্তু এবার ব্যাপক। এর সঙ্গে হাকোবা সুতির শাড়ির চাহিদাও ভালই। এই সারির পাড়ের কাজ অসাধারণ। সেই জন্যই ক্রেতাদের মন জয় করছে এই শাড়ি। দাম ১৪০০ থেকে ২০০০ টাকার মধ্যে। আবার এক হাজার থেকে আড়াই হাজার টাকার অরগাঞ্জা শাড়িও ভালই বাজার ধরেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top