রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের একাধিক বাড়িতে সিবিআই হানা, দিনের শেষে হাসি মূখে বেরোলেন মন্ত্রী

রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের একাধিক বাড়িতে সিবিআই হানা, দিনের শেষে হাসি মূখে বেরোলেন মন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের একাধিক বাড়িতে সিবিআই হানা, দিনের শেষে হাসি মূখে বেরোলেন মন্ত্রী। ফের কয়লা পাচার মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার সকাল থেকে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে তল্লাশিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

 

বুধবার সকাল আটটা নাগাত মন্ত্রীর আসানসোলের বাড়িতে পৌছে সিবিআই আধিকারিকেরা ও সি.আর.পি.এফ. এর আধিকারিকরা মন্ত্রী মলয় ঘটকের বাড়ি ঘিড়ে ফেলেন। মন্ত্রী বাড়িতে না থাকার তার স্ত্রীয়ের অনুমতি নিয়ে তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। বাড়ি মলয় বাবুর স্ত্রী, পরিচারক, পরিচারিকা বাদে কেউ ছিলেন না।

 

পাশাপাশি আসানসোলে মন্ত্রীর আরেকটি বাড়ি, কলকাতার লেক গার্ডেন্সের মন্ত্রীর বাড়ি সহ ব্যবসায়ী প্রতিক দিওয়ানের নিউ আলিপুর এর বাড়ি সহ তিন জায়গায় সিবিআই এক সাথে তল্লাশিতে নামে। যদিও আসানসোলের বাড়ি থেকে কিছু পায়নি সিবিআই আধিকারিকেরা বলে দাবি মন্ত্রী মলয় ঘটকের পরিবারের। কয়লা পাচার মামলায় ইতিমধ্যেই একাধিক ব্যাক্তিকে গ্রেপ্তার করে জিঞ্জেসাবাদের পরে নতুন তথ্য উঠে এসেছে, সেই সূত্র ধরেই রাজ্যের আইন মন্ত্রীর নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রের দাবি।

 

উল্লেখ্য এর আগেও একাধিকবার মন্ত্রী মলয় ঘটককে তলব করেছিল সিবিআই, দিল্লির ইডি দপ্তরে মন্ত্রী মলয় ঘটককে ডেকে জেরা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেরায় মন্ত্রীর বয়ান রেকর্ড করেন ইডি আধিকারিকরা। এদিন মন্ত্রীর আসানসোল কলকাতা মিলিয়ে ৬টি বাড়িতে তল্লাশি ও দীর্ঘ আট ঘন্টা জেরার পর বিকেলে নিজের সরকারি বাসভবন থেকে হাসি মূখে বেরিয়ে সাংবাদিক উদ্দেশ্যে হাত নাড়লেন আইন মন্ত্রী মলয় ঘটক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, ‘বিচারাধীন বিষয়ে কিছু বলব না’।

আরও পড়ুন – ট্যাবলেটে দুর্গা মুর্তি বানিয়ে জাতীয়স্তরে পুরস্কৃত হল বীরভূমের প্রসেনজিৎ

প্রসঙ্গত বুধবার সকালে মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের ভগৎ সিং মোড়ের বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকেরা, চেলিডাঙ্গায় মন্ত্রীর পৈতৃক বাড়িতেও যান সিবিআই আধিকারিকেরা, সেখান থেকে আখতার গার্ডেন, জিটি রোড সহ কলকাতার লেক গার্ডেন্স, ডালহৌসির সরকারি বাস ভবনে তল্লাশি পাশাপাশি দীর্ঘ আট ঘন্টা মন্ত্রী মলয় ঘটককে জিঞ্জেসাবাদ করেন সিবিআই আধিকারিকেরা। দীর্ঘ জেরার পর সরকারি বাস ভবন থেকে হাসি মূখে বেরোলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। হাত নারলে হাসি মূখে গাড়িতে উঠে চলেও গেলেন। ইডি সূত্রের খবর আগামী ১৪ই সেপ্টেম্বর দিল্লিতে ইডির হেড অফিসেও তলব করা হয় রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top