গতকাল রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মিষ্টির দোকানের কারিগর। শনিবার, শুক্রবার রাতে , এক পথ দুর্ঘটনায় , মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম, বিমল চন্দ্র রায়। ৫৫- তার বাড়ি দোমহনী, ২ নং গ্রামাম পঞ্চায়েতে গ্রামের বাসিন্দা। মৃতের কাকা,মহেন্দ্রনাথ রায় বলেন, প্রতিদিনের মত, বাড়ি থেকে ময়নাগুড়ি জল্পেশ মোড়েএকটি মিষ্টির দোকানেমিষ্টির কারিগর হিসেবে কাজ করতেন, রাতে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ময়নাগুড়ি চ্যাংড়াবান্ধা সার্ক রোডে, এলএনটির,কাছে কোন গাড়ি, তার সাইকেলে ধাক্কা মারলেসে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে, এলাকার বাসিন্দারা আহত ব্যক্তিকে, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক , তাকে মিতু বলে ঘোষণা করে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে, পুলিশ আসে পুলিশ, ঘটনা তদন্ত শুরু করেছে। পুলিশেহটি ময়না তদন্তের জন্য ,শনিবার জলপাইগুড়ি, হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন – সতীশ চন্দ্র মেমোরিয়াল হাই স্কুলের পক্ষ থেকে মশা বাহিত রোগের সচেতনতা শিবির
উল্লেখ্য, গতকাল রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মিষ্টির দোকানের কারিগর। শনিবার, শুক্রবার রাতে , এক পথ দুর্ঘটনায় , মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম, বিমল চন্দ্র রায়। ৫৫- তার বাড়ি দোমহনী, ২ নং গ্রামাম পঞ্চায়েতে গ্রামের বাসিন্দা। মৃতের কাকা,মহেন্দ্রনাথ রায় বলেন, প্রতিদিনের মত, বাড়ি থেকে ময়নাগুড়ি জল্পেশ মোড়েএকটি মিষ্টির দোকানেমিষ্টির কারিগর হিসেবে কাজ করতেন,
রাতে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ময়নাগুড়ি চ্যাংড়াবান্ধা সার্ক রোডে, এলএনটির,কাছে কোন গাড়ি, তার সাইকেলে ধাক্কা মারলেসে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে, এলাকার বাসিন্দারা আহত ব্যক্তিকে, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক , তাকে মিতু বলে ঘোষণা করে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে, পুলিশ আসে পুলিশ, ঘটনা তদন্ত শুরু করেছে। পুলিশেহটি ময়না তদন্তের জন্য ,শনিবার জলপাইগুড়ি, হাসপাতালে পাঠায়।