মালবাজারে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের প্রথম কেন্দ্রীয় সমাবেশের প্রস্তুতি তুঙ্গে । রবিবার ডুয়ার্সের মালবাজারের আর আর স্কুল মাঠে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের প্রথম কেন্দ্রীয় সমাবেশ হতে চলেছে। যেখানে উত্তরবঙ্গের ছয় জেলার শ্রমিকরা উপস্থিত থাকবেন। শনিবার শেষ পর্যায়ের প্রস্তুতি জোরকদমে। এই শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেতৃত্বের দাবি এই প্রথম এযাবৎ কালের সর্ববৃহৎ তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সমাবেশ হতে চলেছে উত্তরবঙ্গে। উল্লেখ্য, গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনের চা বলয়ে ভালো ফল করতে পারেনি তৃণমূল। সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন আগামীকাল শ্রমিকদের জন্য কি বার্তা দিতে চলেছেন অভিষেক তার জন্যই মুখিয়ে রয়েছেন চা বাগান শ্রমিকরা। শনিবার ছয় জেলার ১২০০ জন শ্রমিককে নিয়ে চলছে সম্মেলন।
আরও পড়ুন – পূজার দিনগুলিতে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় বাজবে না ডি.জে
যেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, অনগ্ৰসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ শান্তা চেত্রী, জেলা আইএনটিটিইউসির সভাপতি রাজেশ লাকড়া, রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক অলোক দাস সহ অনেকে।
রবিবার মালবাজারের সভার জন্য ইতি মধ্যেই শনিবার সন্ধ্যের দিকে শিলিগুড়ি বাগডোগরা বিমান বন্দরে চলে এসেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিমান বন্দর থেকে চা-বলয় প্রতিটি জায়গায় ছিল দলীয় কর্মীদের ভীড়। প্রিয় যুব নেতাকে বিমান বন্দরে দলীয় কর্মী সমর্থকেরা ফুল উত্তরীয় পড়িয়ে বরন করে নেয়।