ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীর সাথে দেখা করতে এসে প্রাণ সংশয় এক যুবকের। ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবী ও তার সঙ্গিরা মারধর করে নগ্ন অবস্থায় ফেলে রেখে গেল আব্বাস খান নামে এক যুবককে। যুবকের বাড়ি তারকেশ্বরের মুনসেতলায় বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাকদা থানার অন্তর্গত পালপাড়ায়।
উল্লেখ্যযোগ্য বিষয় হল যে বেশ কিছুদিন আগে ফেসবুকে আলাপচারিতার পর হঠাৎই ওই যুবতী তাকে পালপাড়া স্টেশনে দেখা করতে বলে। পালপাড়া স্টেশনের ঢিল ছোড়া দূরত্বের তাঁতিগাছি মাঠে ওই যুবতীর সঙ্গে দেখা করতে গেলে আরো বেশ কয়েকজন যুবক এসে হাজির হয় এবং আব্বাস খান নামে যুবককে নগ্ন করে মারধর করে এমনই অভিযোগ তোলে ওই যুবক । ঘটনার পর এলাকার বাসিন্দারা চাকদা থানায় খবর দিলে চাকদা থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যান ওই যুবককে। তদন্তে চাকদা থানার পুলিশ ।
আরও পড়ুন – কুড়ি দিন থেকে নিখোঁজ , জলপাইগুড়ির ব্যাবসায়ী
উল্লেখ্য, ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবী ও তার সঙ্গিরা মারধর করে নগ্ন অবস্থায় ফেলে রেখে গেল আব্বাস খান নামে এক যুবককে। যুবকের বাড়ি তারকেশ্বরের মুনসেতলায় বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাকদা থানার অন্তর্গত পালপাড়ায়। উল্লেখ্যযোগ্য বিষয় হল যে বেশ কিছুদিন আগে ফেসবুকে আলাপচারিতার পর হঠাৎই ওই যুবতী তাকে পালপাড়া স্টেশনে দেখা করতে বলে।
পালপাড়া স্টেশনের ঢিল ছোড়া দূরত্বের তাঁতিগাছি মাঠে ওই যুবতীর সঙ্গে দেখা করতে গেলে আরো বেশ কয়েকজন যুবক এসে হাজির হয় এবং আব্বাস খান নামে যুবককে নগ্ন করে মারধর করে এমনই অভিযোগ তোলে ওই যুবক । ঘটনার পর এলাকার বাসিন্দারা চাকদা থানায় খবর দিলে চাকদা থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যান ওই যুবককে। তদন্তে চাকদা থানার পুলিশ ।