খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যন্তরীণ কর্মীসভা

খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যন্তরীণ কর্মীসভা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যন্তরীণ কর্মীসভা । মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় একটি অভ্যন্তরীণ কর্মীসভা করেন। যেখানে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন করেন তিনি। এই কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের কয়েকজন বিধায়ক মন্ত্রীকে শামিল হন। একান্ত অভ্যন্তরীণ এই বৈঠকে খোশ মেজাজে পুরো পর্বটি সম্পন্ন করেন মুখ্যমন্ত্রী বলে দাবি নেতৃত্বদের।

 

রাজ্যজুড়ে মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ছিল উচ্চতায়। সেই মুহূর্তে অভ্যন্তরীণ বৈঠকে কর্মীদের সঙ্গে খোশ মেজাজে তিন দিনের সফরের প্রথম দিনটি কাটালেন তিনি। বৈঠকে উপস্থিত তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি বলেন, ‘নেত্রী খোশ মেজাজে আজ সকলের সঙ্গে পুজোর প্রাক মুহূর্ত কাটিয়েছেন। শান্তিপূর্ণভাবে সভাধিপতি নির্বাচন পর্ব সেরে নিজের লেখা গান নিজের সুর দিয়ে সকলকে শুনিয়েছেন’। কয়েক মাস আগে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির মৃত্যু হয়।

 

সেই শূন্যস্থান পূরণ করার জন্য পুনরায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সমস্ত সদস্যকে ডেকে খড়গপুর শিল্প তালুকের সভাগৃহে সভাধিপতি নির্বাচন করেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরের এবারের জেলার সভাধিপতি হয়েছেন উত্তম বারিক। ছ’মাসের জন্য নির্বাচিত হলেও উত্তম বারিক বলেন, ‘দিদি আমাকে দায়িত্ব দিয়েছেন, তা আমি পালন করার চেষ্টা করব। আগামী পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে বকেয়া থাকা কাজ আমি সম্পন্ন করব’। এদিনের বৈঠক শেষে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, আজকের বৈঠক দারুণভাবে সফল হয়েছে আমাদের কাছে।

আরও পড়ুন – কুড়ি দিন থেকে নিখোঁজ , জলপাইগুড়ির ব্যাবসায়ী

পশ্চিম মেদিনীপুর জেলার বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো সম্প্রতি জুন মালিয়া সহ একাধিক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই নিয়ে শ্রীকান্ত মাহাতো এবং জুন মালিয়ার মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী এদিন শ্রীকান্ত মাহাতো ও জুন মালিয়ার মধ্যে তৈরি হওয়া সমস্যা মিটিয়ে দেন। বৈঠক শেষে জুন মালিয়া বলেন, আমাদের মধ্যে তেমন সমস্যা ছিল না। এই কথাবার্তার মধ্যে আমাকে জড়ানোটা যুক্তিহীন। আমরা কেউই ছোট ছাত্র-ছাত্রী নয়। তবুও দিদি আমাদের বিষয়টা নিয়ে আলোচনা করে সমাধান করে দিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top