প্রতারণার অভিযোগে গ্রেফতার দেওয়ান ডেভেলপারস প্রাইভেট লিমিটেডের মালিক । রিয়েল এস্টেটের নামে কোম্পানি খুলে টাকা প্রতারণার দায়ে বেহালা ঠাকুরপুকুর থানার পুলিশ গ্রেপ্তার করে দেওয়ান ডেভেলপারস প্রাইভেট লিমিটেডের অন্যতম কর্ণধার দীপক মন্ডলকে। দীপক মন্ডলের বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ করে প্রতারিতরা। জানা গিয়েছে, অনেকদিন ধরেই পুলিশ ফাঁদ পেতে রেখেছিল। অবশেষে পুলিশের পাতা ফাঁদে ধরা পরে দীপক মণ্ডল।
দীপক মন্ডলের বিরুদ্ধে অভিযোগ, ঠাকুরপুকুর পার করে হাঁসপুকুরের কাছে জোকা মেট্রো স্টেশনের শেষ প্রান্তে মহেশতলা ব্লকের আশুতি ১ ও আশুতি ২ পঞ্চায়েত এলাকায় দেওয়ান ডেভেলপারস প্রাইভেট লিমিটেডের অন্যতম কর্ণধার দীপক মন্ডল জমি দেখান প্রতারিতদের। প্রতারিতরা জানান, দীপক তাদের জানায়, প্রথমে ডাউন পেমেন্ট দিয়ে অগ্রিম বুকিংয়ের চুক্তি করা হবে, তারপর মাসিক কিস্তি বাবদ ৫ হাজার টাকা দিতে হবে যা তিনবছর ধরে দিতে হবে। তারপর রেজিস্ট্রি করে এনওসি তাদের দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন দীপক।
আরও পড়ুন – কুড়ি দিন থেকে নিখোঁজ , জলপাইগুড়ির ব্যাবসায়ী
এই সময়ের মধ্যেই নির্দিষ্ট প্লটে বাড়ি বানিয়ে দেবে ‘দেওয়ান ডেভেলপারস প্রাইভেট লিমিটেড’ বলেও তাদের জানায় দীপক। এমনই লোভনীয় ছক কষেছিলেন অভিযুক্ত দীপক মন্ডল বলে অভিযোগ করেন প্রতারিতরা। আর সেই ফাঁদে পা দেন তারা। এরপরেই ঘটে বিপত্তি। দীপক মন্ডলের বিরুদ্ধে যাঁরা অভিযোগ দায়ের করেছেন, তাদের মধ্যে নাম প্রকাশ্যে অনিচ্ছুক কিছু ক্রেতারা জানান, তাঁদেরকে ঠকিয়েছেন গ্রেপ্তার হওয়া অভিযুক্ত দীপক মন্ডল।
রেজিস্ট্রির জন্য নেওয়া অর্থ, মাসিক কিস্তির অর্থ সবকিছুই প্রতারণা করেছেন দেওয়ান ডেভেলপারস প্রাইভেট লিমিটেডের অন্যতম কর্ণধার দীপক মন্ডল। ঠাকুরপুকুর থানায় প্রায় ২৮ জন প্রতারিতরা দীপক মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় দীপক মণ্ডলকে। সুত্রে জানা গিয়েছে, দেওয়ান ডেভেলপারস প্রাইভেট লিমিটেডের পাশেই গড়ে উঠছে সোনাক্ষী রিয়েল এস্টেটের প্রজেক্ট।
সেই কোম্পনীর ডিরেক্টরদের সাথেও প্রতারণা করেছেন এই দীপক মন্ডল। সই জাল থেকে আরওসি-তে মৃত ব্যক্তির নাম দিয়ে ভুল রেজিস্ট্রেশন, এই সবকিছুই করেছেন অভিযুক্ত দীপক মন্ডল। যার ফলে সমসসায় পড়তে হয়েছে সোনাক্ষী রিয়েল এস্টেটের প্রজেক্টের ডিরেক্টরদের। তবে, দোষী দীপক মন্ডলের কঠোর সাজা হোক এই দাবি জানিয়েছেন প্রতারিতরা। প্রতারণার অভিযোগে