শালবনিতে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা সভা ও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শালবনি ব্লকের শালবনি তিন নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার স্থানীয় কমিউনিটি হলে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা সভা ও অঞ্চল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের পূর্বে শালবনি বাজারে মিছিল এবং দলীয় পতাকা উত্তোলন হয় , তারপর কমিউনিটি হলে সম্মেলন অনুষ্ঠিত হয় ।
ওই সম্মেলনে উপস্থিত ছিলেন শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ , মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, অঞ্চল সভাপতি অসিত ঘোষ , পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি , ব্লক যুব সভাপতি সুব্রত সানি , মহিলা সভানেত্রী উষা কুন্ডু , আইএনটিটিইউসি সভাপতি যাদব অধিকারী, ব্লকের বলিষ্ঠ নেতৃত্ব তথা কর্মাধ্যক্ষ কাশেম খান সহ সমস্ত অঞ্চল ও বুথ নেতৃত্ব এবং দলীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যা গণ।
আরও পড়ুন – এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা সভা ও রাজনৈতিক কর্মী সম্মেলনে তৃণমূল কংগ্রেসের শালবনি ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ বলেন সামনেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সকলকে কাজ করতে হবে। বিজেপি ও সিপিএম কে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না । এলাকার মানুষকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করতে হবে। কোথাও কোনো সমস্যা থাকলে দলীয় নেতৃত্বকে জানাতে হবে। তিনি বলেন রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পের উন্নয়ন করেছে সেই প্রকল্পগুলির কথা মানুষের কাছে তুলে ধরতে হবে।
মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে আগামীদিনে ও থাকবে। বিজেপি মানুষকে ভুল বুঝাচ্ছে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। তাই বিজেপি ও সিপিএম কে শালবনি থেকে উৎখাত করার জন্য দলীয় কর্মীদের তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের হাতকে আরো শক্তিশালী করে তোলার জন্য তিনি দলীয় কর্মীদের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।