সোদপুরে রেল লাইন পেরোতে গিয়ে ট্রেনের তলায় কাটা পড়ল বিশাল আকৃতির একটি পাইথন সাপ। শুক্রবার সকালে সোদপুর ৮ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় লাইন পার হতে গিয়ে ট্রেনে তলায় কাটা পড়ল ৮ ফুটের একটি প্রকান্ড পাইথন সাপ। আড়াআড়ি ভাবে দুই টুকরো হয়ে পাইথন সাপটির মৃত্যু হয়েছে। ঘটনার খবর চাউর হতেই রেল গেট সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে,এদিন সকালে রেল লাইনের পাশের জঙ্গল জঙ্গল থেকে বেরিয়ে লাইন পার হতে গিয়ে শিয়ালদহগামী ডাউন কৃষ্ণনগর লোকালের তলায় কাটা পড়ে মৃত্যু হয় বিশাল আকৃতির ৮ ফুটের ওই পাইথন সাপটির। খবর পেয়ে এলাকার অত্যুৎসাহী মানুষজনেরা সেখানে হাজির হয়ে দূর্ঘটনাগ্রস্থ অজগর সাপটিকে দেখতে ঘটনাস্থলে ভিড় জমান।
বিশাল আকৃতির সাপটির সঙ্গে ছবি তোলার জন্য লাইনের উপরেই সেলফি তোলার হিরিক পড়ে যায়। এলাকার বাসিন্দাদের বক্তব্য,সোদপুরের মত অভিজাত এলাকায় পাইথন সাপটি কিভাবে এলো ? এই নিয়েই জনমানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। বনদপ্তরের আধিকারিকেরা এসে উদ্ধার করে নিয়ে গেছে ৮ ফুটের পাইথন সাপের মৃতদেহ।
প্রশাসন সুত্রে খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে জানান,এটি একটি বিরল প্রজাতির পাইথন সাপ। ওই অঞ্চলে কি ভাবে এই প্রজাতির পাইথনটি এল, তা নিয়ে তদন্ত করে দেখা হবে। বনদপ্তরের আধিকারিকেরা বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান শুরু করেছেন।
আরও পড়ুন – বালুরঘাটের ৬টি পূজো কমিটিকে পুরস্কার প্রদানের ঘোষনা বালুরঘাট থানার
উল্লেখ্য, শুক্রবার সকালে সোদপুর ৮ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় লাইন পার হতে গিয়ে ট্রেনে তলায় কাটা পড়ল ৮ ফুটের একটি প্রকান্ড পাইথন সাপ। আড়াআড়ি ভাবে দুই টুকরো হয়ে পাইথন সাপটির মৃত্যু হয়েছে। ঘটনার খবর চাউর হতেই রেল গেট সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে,এদিন সকালে রেল লাইনের পাশের জঙ্গল জঙ্গল থেকে বেরিয়ে লাইন পার হতে গিয়ে শিয়ালদহগামী ডাউন কৃষ্ণনগর লোকালের তলায় কাটা পড়ে মৃত্যু হয় বিশাল আকৃতির ৮ ফুটের ওই পাইথন সাপটির।
খবর পেয়ে এলাকার অত্যুৎসাহী মানুষজনেরা সেখানে হাজির হয়ে দূর্ঘটনাগ্রস্থ অজগর সাপটিকে দেখতে ঘটনাস্থলে ভিড় জমান। বিশাল আকৃতির সাপটির সঙ্গে ছবি তোলার জন্য লাইনের উপরেই সেলফি তোলার হিরিক পড়ে যায়। এলাকার বাসিন্দাদের বক্তব্য,সোদপুরের মত অভিজাত এলাকায় পাইথন সাপটি কিভাবে এলো ? এই নিয়েই জনমানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।