ফসল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ। আহত এক। মালদার মোথাবাড়ি থানা দামোদর টোলা এলাকার ঘটনা।আহত ব্যক্তি সুবল মণ্ডল বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের নাম হরিপদ মন্ডল ও রোহিত মন্ডল।
আহতে স্ত্রী রীনা মন্ডল এর অভিযোগ তাদের জমিতে চাষ করে ফসল তুলেছে হরিপদ ও রোহিত। এই নিয়ে তার স্বামীর সাথে তাদের বচসা হয়। এরপর দুই অভিযুক্তরা হঠাৎ তাদের বাড়িতে ঢুকে মেয়েকে অশ্রাব্য ভাষায় গালাগালি ও কটুক্তি করতে থাকে। ঘটনা দেখতে ফেয়ে এর প্রতিবাদ করে তার স্বামী। এরপরই অভিযুক্তরা তার স্বামীর ওপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। বাঁধা দিতে গেলে স্বামীর মাথায় গুরুতর আঘাত লাগে। গ্রামবাসীরা ছুটে আসতে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।
রিনা মন্ডলের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে মোথাবাড়ি থানার পুলিশ।