মোদির জন্মদিনে চিতা আনতে ৯০০ কোটির অপচয়। পৃথিবীর দ্রুততম স্তন্যপায়ী প্রাণী চিতা। একটি সময়ে ভারতে এই প্রাণীর দেখা মিলত। তাও প্রায় পচাত্তর বছর আগে। জীব বিজ্ঞানীদের মতে চিতা ভারতের মধ্যপ্রদেশে দেখা যেত তখন। কিন্তু তারপর আস্তে আস্ত বিলুপ্ত হয়ে যায়। শনিবার মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ৭৪৭ বোয়িং বিমানে নিয়ে আসা হল। এদিন প্রধানমন্ত্রীর জন্মদিনে এই চিতা পার্কে ছেড়ে তিনি জন্মদিন অন্যভাবে পালন করেন।
আরও পড়ুন – মেট্রোর স্বপ্নের দৌড় শুরু হতে চলেছে বিবাদি বাগ থেকে জোকা, মানুষ খুশী
ভারতের প্রধানমন্ত্রী হঠাৎ কেন এমন একটি সিদ্ধান্ত নিলেন তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকরা বলতে শুরু করেছেন ৯০০ কোটি টাকা ব্যয় করে কি প্রয়োজন ছিল নামিবিয়া থেকে ৮টি চিতা আনার। এতগুলো টাকার অপচয় বলে তারা তোপ দাগছেন। যদিও প্রকৃতি প্রেমীরা খুশী। তারা চান বিলুপ্ত প্রাণী যদি ফিরিয়ে আনা হয় এবং আমাদের দেশের পরিবেশে প্রজনন করিয়ে বংশ বাড়িয়ে তোলা যায় তাহলে খুব ভাল হবে।
এদের মধ্যে ৩টি পুরুষ ও ৫টি মহিলা। এদের বয়স দুই থেকে ছবছর। আজ সকালে গোয়ালিয়র বিমান বন্দরে বোয়িংটি এসে অবতরণ করে। সেখান থেকে হেলিকপ্টারে করে ন্যাশনাল পার্কে নিয়ে যাওয়া হয়েছে। আরো চিতা আসছে। মোট ২০টি চিতা আসবে নামিবিয়া থেকে। পৃথিবীতে চিতা বিলুপ্তপ্রায় প্রাণীদের তালিকায় আছে। এইমুহুর্তে পৃথিবীতে মোট সাত হাজার চিতা আছে। ভারতে কুড়িটি আনা হবে। শনিবার প্রথম পর্যায়ের প্রক্রিয়া সমাধা করতে ৯০০ কোটি টাকা ব্যয় হয়েছে। যখন দেশের ১০০ দিনের কাজের টাকা রাজ্যগুলি পায়না তখন এতকোটি টাকার ব্যয় অপচয় ছাড়া কী। মোদির জন্মদিনে