মাদ্রাসা নির্বাচন প্রক্রিয়া বাতিলকে ঘিরে রাজনৈতিক তর্জা শুরু,কটাক্ষ একে অপরকে

মাদ্রাসা নির্বাচন প্রক্রিয়া বাতিলকে ঘিরে রাজনৈতিক তর্জা শুরু,কটাক্ষ একে অপরকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মাদ্রাসা নির্বাচন প্রক্রিয়া বাতিলকে ঘিরে রাজনৈতিক তর্জা শুরু,কটাক্ষ একে অপরকে। মাদ্রাসা নির্বাচন প্রক্রিয়া বাতিলকে ঘিরে হরিশ্চন্দ্রপুরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। জানা যায় হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের চিথলিয়া হাই মাদ্রাসায় আগামী ২১শে সেপ্টেম্বর ছিল মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন।

 

তৃনমূল থেকে ছয় জন,এসএফআই থেকে ছয় জন ও বাম কংগ্রেসের জোট থেকে ছয় জন মিলিয়ে মোট ১৮ জন মনোনিত প্রার্থী নমিনেশন জমা করেন।বাম কংগ্রেসের জোটের ছয় জন মনোনিত প্রার্থী ১৪ সেপ্টেম্বর মাদ্রাসার প্রধান শিক্ষক,মাদ্রাসা বোর্ড,ডি আই,এসপি ও ডিএম এর নিকট লিখিতভাবে অভিযোগ করে জানান যে ২১ সেপ্টেম্বর মাদ্রাসা বোর্ড অনুমোদিত ‘আখেরি চাহার সুম্বা’ র ছুটি থাকলেও তা কোনো গেজেটেড ছুটির দিন নয়।

 

সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে এই দিন ভোট করতে পারেন না মাদ্রাসা।নির্বাচন হতে হবে কোনো রবিবার বা গেজেটেড ছুটির দিনে।সেই মতে প্রধান শিক্ষক মহবুল হক ওই দিনটিতে নির্বাচন বাতিল বলে ঘোষণা করেন।পরবর্তী সময়ে কবে হবে নির্বাচন তা এ ব্যাপারে কিছুই জানাননি প্রধান শিক্ষক।এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।

আরও পড়ুন – অর্থের অভাবে থমকে গিয়েছে চিকিৎসা! মৃত্যুর মুখে দাঁড়িয়ে ৩মাসের এক শিশু কন্যা

জোটের অভিযোগ,ভোট একটা গনতান্ত্রিক অধিকার।এই মাদ্রাসায় অনেক সরকারি ও বেসরকারি চাকুরীজীবীদের ছেলে মেয়েরা পড়াশোনা করে।এই তারিখে ভোট হলে চাকুরীজীবী অভিভাবকেরা ভোট দান থেকে বঞ্চিত হয়ে পড়বেন। তাই এই দিনে ভোট পরিবর্তনের দাবিতে এই লিখিত অভিযোগ।এই নিয়ে শাসকদলের লোকেরা এলাকায় তাদের নামে কুৎসা রটাতে শুরু করেছে এবং জোটে ভয় পেয়ে গেছে তাই এই ধরনের কথা বলছে।

 

অপরদিকে তৃনমূল কটাক্ষ করে বলেন, সিপিআইএম ও কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে।তাই তারা ভোট বাতিলের দাবি করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top