বিনোদিনী নাট্য উৎসব ২০২২ শুরু হল রানাঘাটে। সোমবার থেকে নদীয়ার রানাঘাট নজরুল মঞ্চে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বিনোদিনী নাট্য উৎসব ২০২২। এই নাট্য উৎসবের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র। নদীয়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় রানাঘাট পুরসভা এবং রানাঘাট সংযুক্ত নাট্য সংসদের সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে এই নাট্যোৎসব।
নাট্য উৎসব উপলক্ষে সোমবার সকালে রানাঘাট পুরসভা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বার করা হয়। সেই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান আনন্দ দে, রানাঘাট সংযুক্ত নাট্য সংসদের সভাপতি রাজা বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। শোভাযাত্রায় অংশ নিয়েছিল রানাঘাট পালচৌধুরী গার্লস হাইস্কুল, রানাঘাট ব্রজবালা গার্লস হাইস্কুল সহ বেশ কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রী এবং তাদের প্রধান শিক্ষিকারা।
এছাড়া, শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন রানাঘাট সংযুক্ত নাট্য সংসদের অধীনস্থ রুপারূপ নাট্যগোষ্ঠী, প্রতিবিম্ব, রঙ্গরূপ, তুনীর, রানাঘাট সৃজনসহ বেশ কয়েকটি নাট্যগোষ্ঠীর নাট্যকর্মীরা। ছিলেন রানাঘাটের অনেক প্রবীণ নাট্যব্যক্তিরা। বর্ণাঢ্য ওই শোভাযাত্রায় অংশ নিয়েছিল আদিবাসী নৃত্যদল। রানাঘাট পুরসভা থেকে সেই শোভাযাত্রা গিয়ে পৌঁছায় রানাঘাট নজরুল মঞ্চে। সোমবার সন্ধ্যা থেকে পাঁচ দিনব্যাপী নাট্য উৎসবের সূচনার দিন সন্ধ্যে ৬টা থেকে থাকছে দুটি নাটক।
এছাড়া, বাকি চার দিন সন্ধ্যে সাড়ে ৬টা থেকে প্রতিদিন কলকাতা সহ বিভিন্ন এলাকার নাট্যগোষ্ঠীর দু’টি করে নাটক অনুষ্ঠিত হবে। ‘নাটক দেখুন এবং নাটক দেখান’, এমন পোস্টার হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা রানাঘাট সহ পার্শ্ববর্তী এলাকার মানুষদের কাছে নাটক দেখার জন্য নজরুল মঞ্চে আসার আহ্বান জানান। নজরুল মঞ্চে নাটক দেখতে যাওয়ার জন্য কোন প্রবেশ মূল্য নেই। শোভাযাত্রার শেষে রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান আনন্দ দে জানিয়েছেন, বিনোদিনী নাট্যোৎসব এবার রানাঘাট নজরুল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে।
রানাঘাটবাসী যাতে সকলেই নাটক দেখতে আসেন, তার জন্য রানাঘাট পুরসভার পক্ষ থেকে আবেদন জানাচ্ছি। সেই সঙ্গে এই নাট্যো উৎসব-কে সার্বিকভাবে সফল করার জন্য রাখছি সকলের কাছে আবেদন। রানাঘাট সংযুক্ত নাট্য সংস্থার সভাপতি রাজা বন্দোপাধ্যায় বলেন, এই নাট্য উৎসবের সঙ্গে রানাঘাটের সম্মান জড়িত রয়েছে। নাট্য উৎসবকে সফল ও সর্বাঙ্গীন করার জন্য আমরা নাট্য কর্মীরা সকলেই অঙ্গীকারবদ্ধ। প্রতিদিন সন্ধ্যায়় দু’টি নাটক সহ মোট ১০টি নাট্যদল এই নাট্য উৎসবে যোগ দিচ্ছেন।