পাকা রাস্তা নির্মাণের বোর্ড থাকলেও আদৌতে তৈরী হয়নি রাস্তা, বিস্ফোরক অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের

পাকা রাস্তা নির্মাণের বোর্ড থাকলেও আদৌতে তৈরী হয়নি রাস্তা, বিস্ফোরক অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পাকা রাস্তা নির্মাণের বোর্ড থাকলেও আদৌতে তৈরী হয়নি রাস্তা, বিস্ফোরক অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামে পাকা রাস্তা নির্মাণের বোর্ড থাকলেও আদৌতে তৈরী হয়নি রাস্তা, বিস্ফোরক অভিযোগ তুলে রাস্তা নির্মাণের দাবীতে বিক্ষোভ গ্রামবাসীদের। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েত এলাকায় বালুরঘাট – তপন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শতাধিক গ্রামবাসী।

 

গ্রামবাসীদের বক্তব্য গোপীনগর থেকে তিলকপুর অবধি রাস্তা নির্মাণ হলেও তিলকপুর থেকে জলঘর অবধি রাস্তা নির্মাণ করা হয়নি। গ্রামবাসীদের অভিযোগ দশকেরও বেশী সময় ধরে স্থানীয় পঞ্চায়েত সহ একাধিক দপ্তরে রাস্তা নির্মাণের দাবী জানিয়ে আসলেও রাস্তা নির্মাণ করা হয়নি। ক্ষুব্ধ গ্রামবাসীদের মধ্যে অন্যতম তাপস বক্সী-র বিস্ফোরক অভিযোগ তিলকপুর থেকে জলঘর অবধি প্রায় দেড় কিলোমিটার রাস্তা নির্মাণ না হলেও গ্রামে লাগানো রয়েছে রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার বোর্ড।

 

উল্লেখ যে ত্রিকুল অর্থাৎ তিলকপুর গ্রামের পাশে রয়েছে ফতেপুর, ভাটশালা, গোপীনগর সহ একাধিক গ্রাম। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে ঐ সমস্ত গ্রামগুলির প্রায় হাজারেরও বেশী মানুষ জলঘর, বালুরঘাট ও তপনের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য ঐ রাস্তার উপরে নির্ভরশীল। কিন্তু রাস্তা নির্মাণ না হওয়ার কারনে গ্রামবাসীদের কার্যত নাভিশ্বাস উঠেছে।

 

জলঘর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় বেশীরভাগ গ্রামের মানুষ জলঘর হাটে জিনিসপত্র বা উৎপাদিত কৃষি ফসল কেনাবেচা করে থাকেন। গ্রামবাসীদের বক্তব্য ত্রিকুল থেকে জলঘর অবধি রাস্তা নির্মাণ না হওয়ায় গোপীনগর, ফতেপুর সহ একাধিক গ্রামের মানুষদের প্রায় ১০ কিলোমিটার ঘুরপথে জলঘর হাটে পৌছাতে হয়। দীর্ঘদিন ধরে দাবী জানিয়েও রাস্তা নির্মাণ না হওয়ায় এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন।

 

গ্রামবাসীদের পথ অবরোধের জেরে তীব্র যানজট দেখা দেয় বালুরঘাট-তপন রাজ্য সড়কে। পথ অবরোধের খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে সমস্যা সমাধানে সহায়তায় আশ্বাস প্রদান করলে অবরোধকারীরা অবরোধ তুলে নিলে বালুরঘাট-তপন রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অপরদিকে গ্রামবাসীদের দাবী প্রসঙ্গে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিসকু জানিয়েছেন তারা রাস্তাটি নির্মাণের চেষ্টা চালাচ্ছেন।

 

তিনি বলেন রাস্তাটি নির্মাণ না হওয়ায় গ্রামবাসীদের চলাচলের অসুবিধা হচ্ছে, খুব শীঘ্রই ঐ রাস্তাটিতে রাবিশ ফেলা হবে। উল্লেখ যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের পূর্বে সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক গ্রামে রাস্তা নির্মাণের দাবীতে সরব হতে দেখা গেছে গ্রামবাসীদের। বিগত কয়েক সপ্তাহ পূর্ব সময়ের মধ্যে কুমারগঞ্জ ও রামপুরে রাস্তা নির্মাণের দাবীতে সরব হতে দেখা গিয়েছিল গ্রামবাসীদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top