রক্তদান শিবিরে রক্তদানে ‘সেঞ্চুরি’, বালুরঘাট থানার ভূমিকায় প্রশংসা শহরজুড়ে

রক্তদান শিবিরে রক্তদানে ‘সেঞ্চুরি’, বালুরঘাট থানার ভূমিকায় প্রশংসা শহরজুড়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রক্তদান শিবিরে রক্তদানে ‘সেঞ্চুরি’, বালুরঘাট থানার ভূমিকায় প্রশংসা শহরজুড়ে। মুখ্যমন্ত্রীর উৎসর্গ কর্মসূচির অন্তর্গত রক্তদান শিবিরে রক্তদানে ‘সেঞ্চুরি’, বালুরঘাট থানার ভূমিকায় প্রশংসা শহরজুড়ে। মঙ্গলবার বালুরঘাট থানার ব্যবস্থাপনায় বালুরঘাট থানা চত্বরে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির৷ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলার পুলিশ সুপার রাহুল দে এবং অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম সহ জেলার একাধিক পুলিশ আধিকারিক।

 

জানা গেছে এদিনের এই রক্তদান শিবিরে মোট ১০৩ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। যাদের মধ্যে ৯৯ জন পুরুষ রক্তদাতা এবং ৪ জন মহিলা রক্তদাতা রয়েছে। বালুরঘাট থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবিরে রক্তদাতার সংখ্যা সেঞ্চুরি পার হওয়ার খবর বালুরঘাটে চাউড় হতেই প্রশংসায় পঞ্চমুখ সবাই। কেউ বলেছেন দারুন উদ্যোগ আবার কেউ বলছে বালুরঘাট থানা পথ প্রদর্শক।

 

রক্তদানে সেঞ্চুরি পূর্ণ করা বালুরঘাট থানার এহেন উদ্যোগ প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক তন্ময় সমাজদার বলেন এটি বিরাট বিষয়। এই বিষয়ে তিনি বলেন ক্রিকেটের মাঠে সেঞ্চুরি করাটা যেমন কষ্টের তেমনি এক এক করে ১০০ রক্তদাতার জোগাড় করাটাও কঠিন কাজ। তিনি বালুরঘাট থানার ভূয়সী প্রশংসা করেন। এদিনের রক্তদান শিবিরে সেঞ্চুরি রক্তদাতার রক্তদান করা প্রসঙ্গে বালুরঘাটের ‘ব্লাড ম্যান’ নামে পরিচিত প্রদীপ সাহা বলেন এত বিপুল সংখ্যক রক্তদাতার রক্তদান অভিনন্দনযোগ্য বিষয়।

আরও পড়ুন – উন্নততর স্বাস্থ্য পরিষেবায় কয়েকধাপ এগিয়ে গেলো শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ

তিনি বলেন এরকম সংখ্যক রক্তদাতা যদি রুটিন অনুযায়ী রক্তদান করেন তাহলে আমাদের জেলার ব্লাডব্যাঙ্ক কোন সময় রক্তশূণ্য থাকবে না – রক্তে পূর্ণ থাকবে। কবি ও সাহিত্যিক বিশ্বনাথ লাহা বলেন এই রক্তদান শিবিরে বিপুল সংখ্যক মানুষের রক্তদান প্রমাণ করে দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে জেলার সাধারণ মানুষদের নিবিড় সম্পর্ক রয়েছে। তিনিও বালুরঘাট থানার এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বালুরঘাট থানার আই.সি শান্তিনাথ পাজা বলেন জেলার ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট চলাকালীন পুলিশ সুপার আমাদেরকে রক্তদান শিবির আয়োজনের নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন জেলার পুলিশ সুপারের নির্দেশে মুখ্যমন্ত্রীর উৎসর্গ কর্মসূচি তারা পালন করেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top