দুর্বল বোলিং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম‍্যাচ হাতছাড়া করল ভারত

দুর্বল বোলিং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম‍্যাচ হাতছাড়া করল ভারত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দুর্বল বোলিং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম‍্যাচ হাতছাড়া করল ভারত। ভারতের টস ভাগ‍্য মন্দ। পুর্বেকার অনেক ম‍্যাচের মত মঙ্গলবার রাতের খেলাথেও টস হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। এখন লক্ষ‍্যনীয় পরে যারা ব‍্যাট করছে তারিই জিথছে। এশিয়া কাপ থেকেই ঐটা লক্ষ্য করা গেছে। এদিনও বিদেশী দল টসে জিতে ব‍্যাটিং করতে পাঠায় ভারতকে। শুরুতে পরপর উইকেট হারিয়ে যখন ভাবা হচ্ছিল ভারত বেশী রাণের টার্গেট রাখতে পারবেনা ঠিক তখনই জ্বলে ওঠেন বিশ্বের স্বীকৃত প্রধান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

 

দুশ’র বেশী স্ট্রাইক রেট নিয়ে তিনি করলেন ৩০ বলে ৭১রান। রান গিয়ে দাড়াল ২০৮। কিন্তু বোলাররা ডুবিয়ে দিল। ভারতের বোলারদের পিটিয়ে ছাতু করল গ্রিন, ওয়ার্ন, ম‍্যাক্সওয়েলরা। ভাল ব‍্যাটিং করেও ডুবল ভারত। কারণ দুর্বল  বোলিং স্কোয়াড। কুড়ি ওভারে ২০৮ রান করেও বোলিং দুর্বলতার জন‍্য ডুবতে হল একদম শেষ ওভারে।

 

ইদানীং দেখা যাচ্ছে ওপেনিং বোলার হিসাবে ভাল হলেও স্লগ ওভারে ভুবনেশ্বর কুমার আগের মত প্রচুর রান দিলেন। চার-ছয়ের বৃষ্টি হতে থাকে পাঞ্জাব ক্রিকেট অ‍্যাসোশিয়েশনের স্টেডিয়ামে। লেগ স্পিনার অক্সর প‍্যাটেল ছাড়া কোন বোলার রানরেট নিয়ন্ত্রণে রাখতে পারেনি।  এরপর ভারতের কাছে হারা ছাড়া অন‍্যপথ ছিল না। পরের ম‍্যাচগুলিতে ভারত কতটা উন্নতি করে সেটাই দেখার। ৬১ রান ও এক উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ক‍্যামেরন গ্রিন ম‍্যান অফ দ‍্য ম‍্যাচ নির্বচিত হলেন।

আরও পড়ুন – পাকা রাস্তা নির্মাণের বোর্ড থাকলেও আদৌতে তৈরী হয়নি রাস্তা, বিস্ফোরক অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের

উল্লেখ্য, ভারতের টস ভাগ‍্য মন্দ। পুর্বেকার অনেক ম‍্যাচের মত মঙ্গলবার রাতের খেলাথেও টস হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। এখন লক্ষ‍্যনীয় পরে যারা ব‍্যাট করছে তারিই জিথছে। এশিয়া কাপ থেকেই ঐটা লক্ষ্য করা গেছে। এদিনও বিদেশী দল টসে জিতে ব‍্যাটিং করতে পাঠায় ভারতকে। শুরুতে পরপর উইকেট হারিয়ে যখন ভাবা হচ্ছিল ভারত বেশী রাণের টার্গেট রাখতে পারবেনা ঠিক তখনই জ্বলে ওঠেন বিশ্বের স্বীকৃত প্রধান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

 

দুশ’র বেশী স্ট্রাইক রেট নিয়ে তিনি করলেন ৩০ বলে ৭১রান। রান গিয়ে দাড়াল ২০৮। কিন্তু বোলাররা ডুবিয়ে দিল। ভারতের বোলারদের পিটিয়ে ছাতু করল গ্রিন, ওয়ার্ন, ম‍্যাক্সওয়েলরা। ভাল ব‍্যাটিং করেও ডুবল ভারত। কারণ দুর্বল  বোলিং স্কোয়াড। কুড়ি ওভারে ২০৮ রান করেও বোলিং দুর্বলতার জন‍্য ডুবতে হল একদম শেষ ওভারে।  ইদানীং দেখা যাচ্ছে ওপেনিং বোলার হিসাবে ভাল হলেও স্লগ ওভারে ভুবনেশ্বর কুমার আগের মত প্রচুর রান দিলেন। চার-ছয়ের বৃষ্টি হতে থাকে পাঞ্জাব ক্রিকেট অ‍্যাসোশিয়েশনের স্টেডিয়ামে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top