দুর্গাপূজার সময় শহরকে যানজটমুক্ত করতে বাস চলাচলের রূপ পরিবর্তন করা হল। জোর পাঁচদিন শহরকে যানজট মুক্ত করতে জংশন ও বাগরাকোর্ট থেকে যেসস্ত বাস ছাড়ে সেসমস্ত বাসগুলি পিসি মিত্তল ও নৌকাঘাট থেকে ছাড়বে। শহরের প্রধান রাস্তায় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পুজোর পাঁচদিন যানবাহন প্রবেশেও নিষেধাজ্ঞা থাকবে।
পুজোর সময় সাধারণ মানুষদের সুবিধার্থে শিলিগুড়ি মহানগরের ট্রাফিক বিভাগ বাইরের বাস চলাচলের জন্য নতুন রুট বেছে নিয়েছে।দুর্গা পুজোর সময় সাধারণ মানুষের যাতে কোনও সমস্যায় পড়তে না হয় সে জন্য পুলিশ প্রশাসনের বিশেষ প্রস্তুতি। ,সাধারণ মানুষ যেন যানজটে আটকে না পড়েন এজন্য নির্বিঘ্নে যান চলাচলের ব্যবস্থা করতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে পুলিশ।পঞ্চমী থেকে পূজায় বেশির ভাগ মানুষ প্যান্ডেল পরিদর্শনে বের হন।
তবে ওই সময় পিসি মিত্তল ও নৌকাঘাট থেকে এসব বাস চালু করা হবে।
নকশালবাড়ি, বাগডোগরা, খোড়িবাড়ি থেকে একই যাত্রীবাহী বাস চলাচল। পুজোর সময় নৌকাঘাট থেকে যাতায়াত করবে। মূলত বালাসন সেতুর উপর চাপ কমাতে এই রুট বেছে নেওয়া হয়েছে। বিগত বছর গুলিতে বাসগুলির ছাড়ার গন্তব্য ছিল পরিবহন নগর। তবে এবছর বালাসন সেতুর উপরে ১৫ টনের বেশি ওজনের যানবাহন সেতুর উপর দিয়ে চলাচল করতে পাড়বে না বলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন – গভীর রাতে পেট্রোল পাম্পের দুঃসাহসিক ডাকাতি, চাঞ্চল্য এলাকায়
দুর্গাপূজা সংক্রান্ত পূজা কমিটির সঙ্গে বৈঠকে ট্রাফিক এডিসিপি পূর্ণিমা শেরপা জানান, এবার পুজোর সময় পিসি মিত্তল ও নৌকাঘাট থেকে বাইরের রাজ্যে যাওয়ার বড় বাস চলবে।পূজার সময় শহরে কোনও যানজট থাকবে না। তাই পঞ্চমীর দিন ভোর ৪টা পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পূজার সময় প্রধান সড়কে ই-রিক্সা চলাচল পারবে না এবং শহরের প্রধান সড়কগুলো যাতে অবরুদ্ধ না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা হবে। বেআইনি পার্কিং কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
এছাড়া পঞ্চমী থেকে বিসর্জন অর্থাৎ দশমী পর্যন্ত শহরের অভ্যন্তরে প্রাইভেট, সিটি অটো, যাত্রীবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।এ ছাড়া পূজায় রাস্তায় কোনো যানজট থাকবে না।এ জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন পুলিশ প্রশাসন। দুর্গাপূজার সময়