লরি ভর্তি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল পুলিশ। লরি ভর্তি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল পুরুলিয়ার সদর থানার পুলিশ। গ্রেফতার করা হয় চালককে। মঙ্গলবার রাত্রে ওই লরিটি ঝাড়খণ্ডের রাঁচির দিক থেকে আসছিল। পুরুলিয়া শহরের রাঁচি রোড এলাকায় নাকা চেকিং করার সময় লরিটিকে আটক করে পুলিশ। তল্লাশি চালানোর সময় দেখা যায় বিভিন্ন আকারের পেটিতে বাজি ভর্তি করে নিয়ে আসা হচ্ছিল। সঙ্গে সঙ্গে গাড়িটি আটক করে পুরুলিয়া সদর থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতার করা হয় চালককে।
৩৪ বছর বয়সী ধৃত লরি চালকের নাম তিতির রয়। বিহারের চাদওয়ারা গ্রামের বাসিন্দা সে। রাঁচি থেকে প্রায় লক্ষাধিক টাকার উপরে নিষিদ্ধ বাজি লরিতে করে নিয়ে আসা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়া সদর থানার পুলিশ রাঁচি রোডের উপরে জর্জ বাংলোর কাছে নাকা চেকিং শুরু করে। তারপরই সেখানে এই বাজি ভর্তি লরিটি এলে সেটিকে আটক করা হয়।
আরও পড়ুন – পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কৃষক আত্মহত্যার ঘটনা ধামা চাপা দিচ্ছে, অভিযোগ বিজেপি নেতা অমিত মালব্যের
পুজোর আগে নিষিদ্ধ বাজি আটক নিয়ে তৎপর রয়েছে পুলিশ। পাশাপাশি পুরুলিয়া সদর থানার পুলিশ সাজিদ আনসারী নামে এক যুবককে আটক করে। ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদ এলাকায়। এই যুবকও একটি ছোট ট্যাংকারে করে বিস্ফোরক তৈরির কাজে ব্যবহৃত তরল জাতীয় পদার্থ নিয়ে আসছিল। বাজেয়াপ্ত করা হয় ট্যাংকারটি। ওই যুবক কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাকেও পুলিশ গ্রেফতার করে বলে জানান পুরুলিয়া সদর থানার আই সি মানস সরকার। একই সঙ্গে ধৃত দুই জনকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করে পুলিশ।