সুষ্ঠভাবে দুর্গাপুজো সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক হাওড়া সিটি পুলিশের। দীর্ঘ দু’বছর ছিল কোভিড বিধি নিষেধ। তা তুলে নেওয়ায় এবছর আড়ম্বরে পালিত হচ্ছে দুর্গাপুজো। বুধবার বিকেলে হাওড়ার বিভিন্ন থানা এলাকার পুজো প্যান্ডেলগুলি দর্শনের জন্য দর্শণার্থীদের উদ্দেশ্যে প্রকাশিত হলো পথ নির্দেশিকা। এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানান, ‘সিইএসসি, দমকল, পৌর নিগম সহ বিভিন্ন দফতরের সঙ্গে আলোচনা করে একটি পথ নির্দেশিকা তৈরী করা হয়েছে।
আজ তা প্রকাশ করা হল। দূর্গা পুজোর অনুমতি পাওয়ার আবেদন পত্র থেকে রাস্তার যানবাহন কি ভাবে যাতায়াত করবে সেই বিষয়ও দেখা হয়েছে। গোটা প্রক্রিয়াটি জেলা শাসকের প্রত্যক্ষ ব্যবস্থাপনায় করা হবে। পুজো অনুমতির জন্য অনলাইন প্রক্রিয়াকেই তাঁরা উৎসাহিত করছেন। এছাড়াও কোভিড সহ ডেঙ্গির সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ব্যবস্থাও নেওয়ার বিষয় জানান তিনি’।
এরই পাশাপাশি নজর দেওয়া হয়েছে দূর্গা পুজোর আগে রাস্তা সারানোর কাজ সম্পূর্ণ করার দিকে। বিসর্জনের জন্য গঙ্গার ঘাটগুলোকে প্রস্তুত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ছে। মহালয়া থেকে দশমী দশদিন ব্যবসায়িক পণ্য বাহিত গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হবে। কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী তাঁরাও এই বিষয়ে নির্দেশিকা জারি করবেন বলে জানান তিনি। এছাড়াও শহরে অতিরিক্ত হোমগার্ড নামানো হবে শহরের মধ্যে স্বাভাবিক যানবাহন চলাচল বহাল রাখার উদ্দেশ্যে। তিনি জানান, গত বছরে ১৩৪২টি দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে। এই সংখ্যাটি এবারেও বাড়বে বলে মনে করেন হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি।
আরও পড়ুন – পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কৃষক আত্মহত্যার ঘটনা ধামা চাপা দিচ্ছে, অভিযোগ বিজেপি নেতা অমিত মালব্যের
উল্লেখ্য, দীর্ঘ দু’বছর ছিল কোভিড বিধি নিষেধ। তা তুলে নেওয়ায় এবছর আড়ম্বরে পালিত হচ্ছে দুর্গাপুজো। বুধবার বিকেলে হাওড়ার বিভিন্ন থানা এলাকার পুজো প্যান্ডেলগুলি দর্শনের জন্য দর্শণার্থীদের উদ্দেশ্যে প্রকাশিত হলো পথ নির্দেশিকা। এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানান, ‘সিইএসসি, দমকল, পৌর নিগম সহ বিভিন্ন দফতরের সঙ্গে আলোচনা করে একটি পথ নির্দেশিকা তৈরী করা হয়েছে। আজ তা প্রকাশ করা হল। দূর্গা পুজোর অনুমতি পাওয়ার আবেদন পত্র থেকে রাস্তার যানবাহন কি ভাবে যাতায়াত করবে সেই বিষয়ও দেখা হয়েছে। গোটা প্রক্রিয়াটি জেলা শাসকের প্রত্যক্ষ ব্যবস্থাপনায় করা হবে।