কবে হবে রাস্তা সংস্কারের কাজ ? প্রশ্ন স্থানীয়দের। পাণ্ডবেশ্বর বিধানসভার বাঁকোলা থেকে কুমারডিহি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে। কুমারডিহি থেকে উখড়া হয়ে অন্ডাল যাওয়ার প্রধান সড়ক এইটি। গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর দিয়ে প্রতি নিয়ত যাতায়াত করে হাজার হাজার গাড়ি। যাতায়াত করেন স্কুলের ছাত্র-ছাত্রীরা। সূত্রে জানা যায়, এই রাস্তাটি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কিন্তু, এই রাস্তার উপর দিয়েই ইসিএল-এর পরিবহনের ভারি-ভারি গাড়ি অনবরত যাতায়াত করে।
আর সে কারণেই দিনে দিনে ভেঙেছে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি। ইসিএল-এর পরিবহনের গাড়ি যাতায়াত করার জন্য এই রাস্তাটি মেরামত ইসিএল কর্তৃপক্ষই করে থাকে। বেহাল এই রাস্তার সারাইয়ের দাবিতে চলতি মাসের ১৩ তারিখ স্থানীয় মানুষজন ও তৃণমূল নেতৃত্ব ইসিএল-এর পরিবহন গাড়িগুলি আটকে বিক্ষোভ দেখায়। সেই মুহূর্তে ইসিএল-এর আধিকারিকরা আগামী সাতদিনে রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ ওঠে।
আরও পড়ুন – পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কৃষক আত্মহত্যার ঘটনা ধামা চাপা দিচ্ছে, অভিযোগ বিজেপি নেতা অমিত মালব্যের
কিন্তু, ইসিএল শুধু আস্বাস দেয়। কাজের কাজ কিছুই হয় না এমনই অভিযোগ স্থানীয়দের একাংশের। ইসিএল-এর দেওয়া আশ্বাসের সাত দিন পেরিয়ে গেছে, বুধবার অষ্টম দিনে পড়ল। কিন্তু, এখনও রাস্তা মেরামতের কোন চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না। এমনিতেই খানাখন্দে ভরেছে রাস্তা। বৃষ্টি হলেই রাস্তা রূপ নেই নদীর। তখন এই রাস্তারুপ নদীটি পার করতে গিয়ে ঘটছে বিপদ, ঘটছে দুর্ঘটনা। বাইক আরোহী থেকে শুরু করে টোটো চালক এই রাস্তায় গাড়ি নিয়ে দুর্ঘটনায় পড়েন নি এমন দৃষ্টান্ত খুবই কম। সব দেখেও প্রশাসন উদাসীন। স্থানীয়দের প্রশ্ন, কবে হবে এই রাস্তার সংস্কারের কাজ ?