পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান। সারা দেশজুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের বিরোধিতা করে সাংবাদিক বৈঠক পপুলার ফ্রন্ট ইন্ডিয়ার মুর্শিদাবাদে। শুক্রবার বিকেলে, বহরমপুরের ভাকুড়িতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন পশ্চিমবঙ্গের পপুলার ফন্ট অফ ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা শাখার সাধারণ সম্পাদক ওবায়দুল্লা নূরী।
এদিন তিনি বলেন, গোটা দেশজুড়ে অসাংবিধানিক ভাবে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার অফিসে ছাপা মারা হয়েছে, তার তারা ধিক্কার জানাচ্ছেন। আরএসএস-এর নির্দেশেই এই কাজ করা হচ্ছে বলে জানান তিনি। এছাড়াও পপুলার ফন্টের যেসব নেতাদের গ্রেফতার করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। তা না হলে, তারা রাজ্যব্যাপী আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। ২০১৬ সালের পর বর্তমানে আমাদের অফিসের তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় সংস্থা আদালতে দেওয়ার মত কোন তথ্য প্রমাণ কিছুই পাননি।
এই তল্লাশি আরএসএস-এর অঙ্গুলিহেলনে হয়েছে। আরএসএস চাইছে হিন্দু রাষ্ট্র, তার আমরা তীব্র বিরোধিতা করছি। অন্যদিকে, এদিন সামশেরগঞ্জে রঘুনন্দনপুর আত তাওহিদ অ্যাকাডেমিতে এসডিপিআই-এর কনভেনশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মত। উপস্থিত ছিলেন, এসডিপিআই ন্যাশনাল কমিটির সদস্য ডাক্তার মাহাবুব আয়াজ সারিফ, পশ্চিম বঙ্গের সাধারন সম্পাদক হাকিকুল ইসলাম, সামসেরগঞ্জের ব্লক সভাপতি নুরুল ইসলাম ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন – জেলার দাবিতে বিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান
উল্লেখ্য, সারা দেশজুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের বিরোধিতা করে সাংবাদিক বৈঠক পপুলার ফ্রন্ট ইন্ডিয়ার মুর্শিদাবাদে। শুক্রবার বিকেলে, বহরমপুরের ভাকুড়িতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন পশ্চিমবঙ্গের পপুলার ফন্ট অফ ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা শাখার সাধারণ সম্পাদক ওবায়দুল্লা নূরী। এদিন তিনি বলেন, গোটা দেশজুড়ে অসাংবিধানিক ভাবে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার অফিসে ছাপা মারা হয়েছে, তার তারা ধিক্কার জানাচ্ছেন। আরএসএস-এর নির্দেশেই এই কাজ করা হচ্ছে বলে জানান তিনি।