রাস্তার কাজের বোর্ড হলেও,কাজ না হওয়ায় বিক্ষোভ গ্রামের বাসিন্দাদের। রাস্তার কাজের টেন্ডার ও জিও টেক হলেও কাজ না করার অভিযোগ উঠলো, ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান এই অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায় যে আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এর ১৬/৩৮ পশ্চিম বড়গিলা বুথের ঘটনা। আমগুড়ি থেকে ভাওলাগুড়ি যাওয়ার রাস্তার এম এস কে স্কুল পার হয়ে মেইন রাস্তা থেকে কৈলাশ রায়ের বাড়ি পযর্ন্ত রাস্তার সি সি রোড করার জন্য 496314 টাকা ২০২১ -২২ আর্থিক বর্ষে অর্থ মঞ্জুর হয় কিন্তু এখনো পর্যন্ত কোন রকম কাজ হয়নি বলে অভিযোগ করেন গ্রাম বাসিরা। গ্রামের বাসিন্দা কৈলাশ রায়, কান্তশ্বর রায় রা জানান যে মেইন রাস্তা থেকে যে রাস্তার কৈলাশ রায়ের বাড়ি পযর্ন্ত যে রাস্তার কাজের বোর্ড ও জিও টেক করা হয় সেই রাস্তার কোন রম কাজ হয়নি, আমরা বোর্ড টা দেখে গ্রাম পঞ্চায়েত অফিস গিয়ে জানতে পারি সংস্লিষ্ট কাজের বিল হয়ে গেছে এর পরেই আমরা গত কাল বিডিও সাহেবের কাছে লিখিত অভিযোগ করি ।
এই বিষয়ে আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এর প্রধান দিলীপ রায় বলেন যে, গ্রামের রাস্তা গুলো অনেক বড়ো তাই আমরা গোটা রাস্তার জন্য অনুমোদন পাঠাই কিন্তু সম্পূর্ণ রাস্তার টাকা বরাদ্দ হয়নি মাত্র 190 মিটার জন্য টাকা বরাদ্দ হয়েছে ইতিমধ্যে সেই কাজ রাস্তার অন্য প্রান্ত থেকে করা হয়েছে, সেই রাস্তাটিও কৈলাশ রায়ের বাড়ি দিয়ে গেছে বাকি যেটুকু কাজ বাকি সেই কাজ ও আগামী তে করা হবে, যা অভিযোগ এসেছে না বুঝেই ভীত্তিহিন অভিযোগ করা হচ্ছে।
এই বিষয়ে বিজেপির আমগুড়ি অঞ্চলের কনভেনার নির্মল সরকার বলেন আমরা প্রধান ও বিডিও সাহেবের কাছে মেইন রাস্তা থেকে কৈলাশ রায়ের বাড়ি পযর্ন্ত রাস্তার ব্যপারে গেছিলাম বিডিও সাহেব পরিদর্শন এ আসার কথা থাকলেও আসেনি যদি রাস্তার কাজ না হয় আমরা আন্দোলন এ সামিল হবো।
ময়নাগুড়ি বিডিও শুভ্র নন্দী জানান যে রাস্তার কাজের যে অভিযোগ এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে ।



















