ময়নাগুড়ি সেচ দপ্তরের অফিসে গেটে তালা মেরে অবস্থান বিক্ষোভ দেখালো নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা। ময়নাগুড়ি, সেচ বিভাগের দুটি দপ্তর রয়েছে ময়নাগুড়িতে। দীর্ঘদিন থেকে এই দপ্তরের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র সহ, বিশাল কার্যালয়ের , রক্ষণাবেক্ষণের, এবং সুরক্ষার দায়িত্ব রয়েছেন , চার জন গার্ড সহ দুজন গানম্যান এবং একজন সুপারভাইজার। তাদের অভিযোগ তারা দীর্ঘদিন থেকে ঠিক মতন বেতন বা পারিশ্রমিক পাচ্ছেন না বলে অভিযোগ।
তারা আরো বলেন , যে বিভাগীয় আধিকারিক এর নিয়ন্ত্রণে যে এজেন্সির চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেই এজেন্সির নাম স্কাইলেন্ড, সিকিউরিটি অর্গানাইজেশন, সাঁকরাইল হাওড়া, বর্তমানে , দায়িত্ব জ্ঞান হীন ভাবে তাদের সাথে যোগাযোগ, রাখার চেষ্টা করছেন না এবং, চলতি অর্থবর্ষে জুন মাস অর্থাৎ-01-06-2022-, তারিখ হইতে আগস্ট মাস এই তিন মাসে কোন বেতন প্রদান করেন নাই।
আরও পড়ুন – মহালয়ায় তর্পণে ভিড় ফরাক্কার গান্ধি ঘাটে
হিমত অবস্থায় রাজ্যের সকল জায়গার সঙ্গে ময়নাগুড়িতে শেষ দপ্তরে থাকাাপত্তা কর্মীরা চরম আর্থিক বিপদের মুখে তারা, এই ব্যাপারে তারা ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভ্রী নন্দীকে লিখিত অভিযোগ করেন, অভিযোগ করেন ময়নাগুড়ি থানা, এবং ময়নাগুড়ি শেষ দপ্তরের আধিকারিক শরৎচন্দ্র রায় কে। শরৎ বাবু জানেন বিষয়টি তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। সমস্যাটা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। এ ব্যাপারে তারা সিকিউরিটি এজেন্সির সঙ্গেও কথাবলবেন বলে জানা যায়।
এদিন সকাল থেকেই শেষ দপ্তরের ডিভিশন অফিসের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ অবস্থানে সামিল হল নিরাপত্তা কর্মী ও তাদের পরিবারের লোকেরা। তারা বলেন তাদের সমস্যা যদি না মেটে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে ।



















