১৯৭১ সালের বাংলাদেশের মুক্তি যুদ্ধের দৃশ্য নিয়ে ইসলামপুর তরুণ সংঘের পুজোর থিম , ভাগের মা

১৯৭১ সালের বাংলাদেশের মুক্তি যুদ্ধের দৃশ্য নিয়ে ইসলামপুর তরুণ সংঘের পুজোর থিম , ভাগের মা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৯৭১ সালের বাংলাদেশের মুক্তি যুদ্ধের দৃশ্য নিয়ে ইসলামপুর তরুণ সংঘের পুজোর থিম , ভাগের মা. ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ । ওই দেশের ৫০ তম বিজয় দিবস উপলক্ষে ইতিমধ্যেই এপার বাংলা ওপার বাংলায় অনেক বর্ণ ময় অনুষ্ঠান হয়েছে । কিন্তু পিছিয়ে নেই এবারের শারদীয়া দুর্গাপূজা কমিটি গুলিও । ১৯৭১ সালের মুক্তি যুদ্ধের দিনগুল ির নানা বর্ণময় দৃশ্য নিয়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার ইসলামপুর তরুণ সংঘের ৫৪ তম বর্ষে তাদের পুজোর থিম ভাগের মা ।

 

এই থিমের বিশেষ আকর্ষণে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটা তারের বেড়া । বিভিন্ন স্থানের নাম খোচিত মাইল স্টোন , এবং ১৯৭১ এর সীমান্ত পার হয়ে তৎকালীন পাকিস্তান ছেড়ে ভারতে প্রবেশের শরণার্থীদের করুণ দৃশ্য । যে দৃশ্যগুলি দেখলে ষাটোর্ধ্ব ব্যক্তিদের সহজেই মনে পরে যাবে একাত্তরের মুক্তিযুদ্ধের কথা । বড় মন্ডপ না থাকলেও , পুজোর থিমে রোম হর্ষক ৫০ বছর আগেকার দৃশ্য গুলি দেখতে দর্শনার্থীদের ধর নামবে বলে পুজো কমিটির উদ্যোক্তাদের আশা । পুজো কমিটির সম্পাদক পার্থপ্রতিম মন্ডল এবং সভাপতি সাগর কর্মকার জানান , তাদের পুজো মন্ডপে প্রতি বছরই দর্শনার্থীর ঢল নামে । প্রতিবছরই থাকে নতুন নতুন থিম এবং আকর্ষণীয় প্রতিমা ।

আরও পড়ুন – স্কুল ড্রেস পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বিদ্যালয় প্রাক্তনী যৌথ মঞ্চের

উল্লেখ্য, ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ । ওই দেশের ৫০ তম বিজয় দিবস উপলক্ষে ইতিমধ্যেই এপার বাংলা ওপার বাংলায় অনেক বর্ণ ময় অনুষ্ঠান হয়েছে । কিন্তু পিছিয়ে নেই এবারের শারদীয়া দুর্গাপূজা কমিটি গুলিও । ১৯৭১ সালের মুক্তি যুদ্ধের দিনগুল ির নানা বর্ণময় দৃশ্য নিয়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার ইসলামপুর তরুণ সংঘের ৫৪ তম বর্ষে তাদের পুজোর থিম ভাগের মা । এই থিমের বিশেষ আকর্ষণে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটা তারের বেড়া ।

 

বিভিন্ন স্থানের নাম খোচিত মাইল স্টোন , এবং ১৯৭১ এর সীমান্ত পার হয়ে তৎকালীন পাকিস্তান ছেড়ে ভারতে প্রবেশের শরণার্থীদের করুণ দৃশ্য । যে দৃশ্যগুলি দেখলে ষাটোর্ধ্ব ব্যক্তিদের সহজেই মনে পরে যাবে একাত্তরের মুক্তিযুদ্ধের কথা । বড় মন্ডপ না থাকলেও , পুজোর থিমে রোম হর্ষক ৫০ বছর আগেকার দৃশ্য গুলি দেখতে দর্শনার্থীদের ধর নামবে বলে পুজো কমিটির উদ্যোক্তাদের আশা । পুজো কমিটির সম্পাদক পার্থপ্রতিম মন্ডল এবং সভাপতি সাগর কর্মকার জানান , তাদের পুজো মন্ডপে প্রতি বছরই দর্শনার্থীর ঢল নামে । প্রতিবছরই থাকে নতুন নতুন থিম এবং আকর্ষণীয় প্রতিমা ।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top