শান্তিপূর্ণ ভাবে শেষ হলো চোপড়ার শতাধিক দূর্গা পূজা

শান্তিপূর্ণ ভাবে শেষ হলো চোপড়ার শতাধিক দূর্গা পূজা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শান্তিপূর্ণ ভাবে শেষ হলো চোপড়ার শতাধিক দূর্গা পূজা। দুই বছরের করোনা বিধির খরা কাটিয়ে আনন্দ উচ্ছ্বাসে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের শারদীয়া দুর্গাপূজা । এবারে শহরের সঙ্গে পাল্লা দিয়ে চোপড়া ব্লকে ছিল বিগ বাজেট এবং থিম প্রতিযোগিতার পূজা । তার সাথে বেশ কিছু পুজোয় ছিল সাবেকিয়ানার ছোঁয়া । এবারের চোপরা ব্লকের আটটি অঞ্চলে শতাধিক দুর্গাপুজো অনুষ্ঠিত হয়, তার মধ্যে মোট ৯৬ টি পুজো কমিটি সরকারি অনুদান ৬০ হাজার টাকা করে পেয়েছে ।

 

এই অনুদান পেয়ে খুশি পুজো কমিটি গুলি । এবারের দুর্গাপুজোর চোপড়া ব্লকের সেরা পুজোর দৌড়ে দর্শনার্থীদের আকর্ষণ করেছে বেশ কয়েকটি পুজো কমিটি ।তার মধ্যে উল্লেখযোগ্য হল চোপড়া থানাপাড়া কামার গছ , দাসপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি, দেবী জোড়া চা বাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটি লছু গছ মাতৃ চা বাগান , কাঁচা কালি সার্বজনীন দুর্গাপূজা কমিটি চুয়া গাড়ি দক্ষিণপাড়া পূজা কমিটি নারায়ণপুর সম্প্রীতির পূজা কমিটি খুনিয়া পূজা কমিটি সোনাপুর বিহার মোড় মহিলা পূজা কমিটি কংগ্রেস কলোনি সার্বজনীন পূজা কমিটি উল্লেখযোগ্য ।

 

থিমের লড়াইয়ে উল্লেখযোগ্য পূজা কমিটির তালিকায় উঠে এসেছে দেবী ঝরা চা বাগানের পূজোর থিম সংসদ ভবন , নটি গছ পুজো কমিটির থিম কোলকাতা হাইকোর্ট , দাসপাড়া সার্বজনীন পূজা কমিটির থিম দুবাইয়ের বুর্জ খলিফা কাঁচা কালী সার্বজনীন পুজো কমিটির থিম বাঁশ শিল্পের বাঁশের কারুকার্য । এই থিমের মন্ডপগুলি বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থী টানতে সক্ষম হয়েছে। শুধু মণ্ডপের আকর্ষণে নয় সচেতনতার বার্তা নিয়ে প্রচারে এগিয়ে এসেছে অনেকগুলি পুজো কমিটি।

আরও পড়ুন – দখলে থাকা ইউক্রেনের লিমান শহর থেকে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হলো রুশ সেনারা

তার মধ্যে কংগ্রেস কলোনী সার্বজনীন পূজা কমিটির বিশেষ আকর্ষণ ছিল অষ্টমীর দিন সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির একটি সচেতনতা মূলক বাইক রেলি । অন্যদিকে সীমান্ত ঘেষা ব্রিটিশ রাজত্ব কালের দেবী ঝরা সার্বজনীন দূর্গা পূজা কমিটির আয়োজনে তাদের বিশেষ আকর্ষণ ছিল সংসদ ভবনের আদলে মন্ডপ এবং মন্ডপ অঙ্গনে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের দিকগুলি সহ সেফ😉 ড্রাইভ সেভ লাইফ এর প্রচার । পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে তারা পুজো দেখতে আসা প্রত্যেক বাইকে সেফ ড্রাইভ সেভ লাইফ এর স্টিকার লাগানো এবং হ্যান্ড বিল বিলি করেন । যা দেখে দর্শনার্থীরা মুগ্ধ হন ।

 

তবে , সংসদ ভবনের আদলে তৈরি পুজো মণ্ডপের অঙ্গনে অশোক স্তম্ভ এবং গান্ধী মূর্তি প্রশংসনীয় হলেও , রাজ্যের মুখ্যমন্ত্রীর মূর্তি এবং উন্নয়নের খসড়া তুলে ধরায় কিছু মানুষ প্রশ্ন তুলেছেন ধর্ম আর রাজনীতি এক নয় । অন্যদিকে থিম না থাকলেও সাবেকিয়ানার ছোঁয়ায় পুজো সম্পন্ন হয়েছে চুয়াগাড়ি দক্ষিণপাড়া ২২৩ বছরের পুজো এবং নারায়ণপুর সম্প্রীতির ১৬৩ বছরের সর্বজনীন পূজো । সব মিলিয়ে এবার থিম প্রতিযোগিতা ও সাবেকিয়ানায় শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে চোপড়া ব্লকের শারদীয়া দূর্গা পূজা ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top