মালবাজারের হড়পা বানে মৃতদের পরিবারের হাতে রাজ্য সরকারের ক্ষতিপূরণের চেক তুলে দিল জেলা প্রশাসন

মালবাজারের হড়পা বানে মৃতদের পরিবারের হাতে রাজ্য সরকারের ক্ষতিপূরণের চেক তুলে দিল জেলা প্রশাসন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মালবাজারের হড়পা বানে মৃতদের পরিবারের হাতে রাজ্য সরকারের ক্ষতিপূরণের চেক তুলে দিল জেলা প্রশাসন। দশমীর বিসর্জনের সময় মাল নদীতে হড়কা বানে মর্মান্তিক দুর্ঘটনা জলপাইগুড়ি জেলার মালবাজারে। দশমীতে বিসর্জন ঘাটে গিয়ে হড়কা বানে প্রাণ হারালেন শিশু সহ আট জন, নিখোঁজ প্রায় ৩০জন, কোনো মতে প্রাণে বাঁচলেন অনেকেই, শোকের ছায়া জেলা জুড়ে।

 

প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার রাতে প্রতিমা বিসর্জনের সময় মাল নদীতে হড়পা বান আসলে বিসর্জনের জন্য নদীতে থাকা এক হাজারের বেশি মানুষ মধ্যে অনেকে উঠে আসলেও তলিয়ে যায় প্রায় ত্রিশ জন। ঘটনায় মৃত্যু হয় আট জনের। জখম তেরোজন, ঘটনার জন্য জেলা প্রশাসন দায়ী করল মৃতের পরিবারেরা। যদিও জেলা প্রশাসন সূত্রের দাবি হঠাৎ জল বাড়ায় প্রশাসনের তরফে নদীতে জল বাড়ছে বলে সকলকে সর্তক করেন পাড়ে উঠতে বলা হয়, এত মানুষের সমাগম থাকায় অনেকেই উঠতে পারেনি, ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

 

বৃহস্পতিবার একে একে সব মৃতদেহ ময়নাতদন্ত করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিশ মর্গে। সেখানে প্রিয়জনদের হারানোর বেদনায় কান্নার ভেঙে পরলেন মৃতের আত্মীয় পরিজনেরা। ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু প্রধানমন্ত্রী দুই লক্ষ টাকা ঘোষণা করেছেন। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনায় মৃতের পরিবারকে দুই লক্ষ ও জখমদের পঞ্চাশ হাজার টাকা সাহায্য ঘোষণা করেন।

আরও পড়ুন – দখলে থাকা ইউক্রেনের লিমান শহর থেকে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হলো রুশ সেনারা

এদিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে দুর্ঘটনায় মৃত সুস্মিতা পোদ্দারের দাদা সঞ্জয় পোদ্দার বলেন, হড়পা বানে আমার সাত বছরের মেয়েকে উদ্ধার করতে গিয়ে আমার বোনের মৃত্যু হল। অপরদিকে গতকাল মাল বাজারে বিসর্জনের সময় হড়পা বানে মালবাজার সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি থাকা আহতদের হাতে রাজ্য সরকারের ক্ষতিপূরণে পঞ্চাশ হাজার টাকা চেক তুলে দেওয়া হল জেলা প্রশাসনের তরফে। এছাড়া দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের সাথে দেখা করে নিকট আত্মীয়র হাতে রাজ্য সরকারের ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ এর চেক তুলে দেওয়া হয় এদিন।

 

এদিন উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, অনগ্রসর শ্রেণী কল্যেন মন্ত্রী বুলচিক বরাই, জলপাইগুড়ি জেলাপরিষদের সভাদিপতি উত্তরা বর্মন, শিলিগুড়ি মেয়র গৌতম দেব, জেলা শাসক মৌমিতা গোদাড়া, পুলিশ সুপার দেবশ্রী দত্ত, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ সহ নেতা ও মন্ত্রীরা উপস্থিত হয়ে আহত ও মৃতের পরিবারের হাতে রাজ্য সরকারের চেক তুলে দেওয়া হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top