আর এস এস দ্বারা সন্মানিত রতন টাটা

আর এস এস দ্বারা সন্মানিত রতন টাটা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আর এস এস দ্বারা সন্মানিত রতন টাটা। জলে স্থলে আকাশে সর্বত্রই টাটা কোম্পানির আধিপত‍্য বিস্তৃত। যেমন মহাকাশ গবেষণায় টাটার লগ্নী আছে তেমনি ডি আর ডিও তে যুদ্ধাস্ত্র নির্মানেও তার সহযোগিতা বিদ‍্যমান। এহেন টাটার প্রধান রতন টাটাকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ তথা আর এস এস ‘সেবা রত্ন’ উপাধিতে ভূষিত করেন।

 

সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ‘পিএম কেয়ারস’ এর ট্রাষ্টি করা হয়েছিল টাটা গ্রুপের কর্ণধার রতন টাটাকে। যে পি এম কেয়ার্স এর ফান্এড নিয়ে সোচ্চার ছিলেন বিরোধীরা। র এস এস সামাজিক সংগঠন হিসাবে বিশ্বের একটি অন‍্যতম বৃহৎ সংগঠন। সেই আরএসএসের শাখা সংগঠন রতন টাটাকে আজীবন নিঃস্বার্থ সমাজসেবার স্বীকৃতি হিসাবে ‘সেবা রত্ন’ সম্মানে ভূষিত করল।

আরও পড়ুন – আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রতিমা ভাসানে বাড়লো শব্দবাজির দাপট

আরএসএসের শাখা সংগঠন ‘সেবা ভারতী’ মনে করে টাটা গ্রুপের কর্ণধার হিসাবে রতন টাটা শুধু মাত্র একজন ব্যবসায়ী বা শিল্পপতি নন, তিনি একজন বিশিষ্ট সমাজসেবীও। দেশ এবং মানুষের অনেক সেবামূলক কাজে তার অংশগ্রহণ বিশ্ববিদিত। বিল গেটসের অনেক আগে থেকেই টাটা গোষ্ঠী শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান সব বিভাগের কৃতিদের সাহায্য করে আসছে। এবার নেওয়ার পালা। চিরকুমার রতন টাটা একজন মানবদরদী মানবহিতৈষী শিল্পপতি। ২০২০ সালের মার্চে করোনা অতিমারীর মোকাবিলায় তাঁর সংস্থা টাটা ট্রাস্টের তরফে ৫০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়। পরে আরও ১ হাজার কোটি টাকার অনুদানের কথা ঘোষণা করেন তিনি।

 

সব মিলিয়ে অঙ্কটা দাঁড়ায় ১৫০০ কোটি টাকা। বস্তুত যখনই ভারত সমস্যায় পড়েছে, রতন টাটা নিজেকে উজাড় করে দিয়েছেন দেশের সেবায়। তার সেই উদারতাকেই স্বীকৃতি দিল আরএসএসের শাখা সংগঠন। শুক্রবার সেবা ভারতীর তরফে রতন টাটা-সহ মোট ২৪ জনকে ‘সেবা রত্ন’ সম্মান দেওয়া হয়েছে। এঁদের মধ্যে ছিলেন বাবু রাজেন্দ্র প্রসাদও। রতন টাটা সশরীরে সেবা ভারতীর অনুষ্ঠানে উপস্থিত হননি। আসলে বরাবরই প্রচারের আড়ালে থাকতে পছন্দ করেন তিনি। তার হয়ে তার প্রতিনিধি তা গ্রহণ করেছেন।। আর এস এস দ্বারা সন্মানিত রতন টাটা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top