ভয়াবহ অগ্নিকান্ডে পুরে ছাই গোয়াল ঘর, দমকল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণে রাস্তা অবরোধ

ভয়াবহ অগ্নিকান্ডে পুরে ছাই গোয়াল ঘর, দমকল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণে রাস্তা অবরোধ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভয়াবহ অগ্নিকান্ডে পুরে ছাই গোয়াল ঘর, দমকল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণে রাস্তা অবরোধ। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গোয়াল ঘর। অল্পের জন্য রক্ষা পেলেন গোটা গ্রাম। দমকল গাড়ি দেরিতে আসায়‌ রাস্তা আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। প্রান হাতে নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগালেন গ্রামবাসীরাই। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিনগর গ্রামে।

 

পুড়ে ছাই হয়ে যায় আলিনগর গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেনের একটি গোয়াল ঘর ও একটি রান্না ঘর সহ অন্যান্য জিনিসপত্র। তবে আগুনে গবাদি পশুর হতাহতের কোন খবর না পাওয়া গেলেও আগুন নেভাতে গিয়ে কৌসর আলি নামে এক গ্রামবাসী গুরুতর জখম হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য সাঁঝাল জ্বালিয়ে ছিলেন সাদ্দামের পরিবারের লোকেরা।

 

আগুনের ফুলকি ছিটকে পড়ে গোয়াল ঘরের বেড়াতে আগুন ধরে যায়। নিমেষের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে গোয়াল ঘর।স্থানীয়রা ছুটে এসে নলকূপ থেকে জল তুলে বালতিতে করে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দমকলকে ফোন করা হলেও সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে অভিযোগ স্থানীয়দের। আগুন নেভানোর ঘন্টা খানেক পর দমকল গাড়ি পৌঁছালে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন।

আরও পড়ুন – ঐতিহ্যবাহী উল্কা ক্লাবের দুর্গাপূজা উপলক্ষে মেলা ও আদিবাসী নৃত্য প্রতিযোগিতা

মাঝ রাস্তায় দমকল গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। পরে ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন স্থানীয় বাসিন্দা সোপন আলি অভিযোগের সূরে জানান, তুলসীহাটা দমকল অফিস থেকে আলিনগর গ্রামের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার, গ্রামে যথেষ্ট চওড়া রাস্তা রয়েছে, তা সত্বেও দমকলের গাড়ি ঘন্টা খানেক দেরি করে আসেন।

 

গ্রামবাসীরা প্রাণের ঝুঁকি নিয়ে আগুন নেভিয়েছে। এদিন গ্রামবাসীদের তরফে রাজ্যের দমকল মন্ত্রীকে তুলসীহাটা দমকল অফিসের প্রতি দৃষ্টি আকর্ষন করার জন্য আবেদন করেন। তুলসীহাটা দমকল অফিসের আধিকারিক বীরেন মহলদার জানান, ফোন পাওয়া মাত্রই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তারা, তবে গ্ৰামের রাস্তা সংকীর্ণ হওয়ায় বড় গাড়ি নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হয়।

 

অপরদিকে রাস্তার উপরে বিদ্যুতিক তার ঝুলে থাকার কারণে গাড়ি পৌঁছাতে দেরি হয়।গ্রামবাসীদেরকে সমস্যার কথা বলা সত্ত্বেও তারা গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়েছেন। তবে তাঁরা সব সময় মানুষের সেবায় রয়েছেন বলে জানান দমকল আধিকারিক বীরেন মহলদার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top