মা কমলার আরাধনায় পদ্ম কিনতে ছ্যাঁকা গৃহস্থের

মা কমলার আরাধনায় পদ্ম কিনতে ছ্যাঁকা গৃহস্থের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মা কমলার আরাধনায় পদ্ম কিনতে ছ্যাঁকা গৃহস্থের। রবিবার বাংলার ঘরে ঘরে ধন-এর দেবী লক্ষ্মীর আরাধনা হবে। শনিবার সকাল থেকে ফুল ও ফলের বাজারে উপচে পড়ে ভিড়। ফলের বাজার অন্যদিনের তুলনায় কিছুটা বেশি থাকলেও পদ্মফুল কিনতে গিয়ে রীতিমতো হাতে ছ্যাঁকা খাওয়ার অবস্থা গৃহস্থের। একটি বড় সাইজের পদ্মফুল ৩০ টাকায় বিক্রি হয়েছে। মাঝারি সাইজের ২০-২৫টাকা এবং ছোট সাইজের ১০-১৫ টাকায় বিক্রি হয়।

 

পদ্মফুল কিনতে গৃহস্থের পকেটে টান পড়লেও মুখে চওড়া হাসি ফুল ব্যবসায়ী ও চাষিদের। তারা জানিয়েছেন, দুর্গাপুজোয় আশানুরুপ দাম পাওয়া যায় নি। ফলে লাভের মুখ দেখা যায় নি। লক্ষ্মী পুজোয় পদ্মের দাম থাকায় ভালো লাভ হয়েছে। ছাঁচের লক্ষ্মী ও লক্ষ্মী সরার দামও রয়েছে গত বছরের তুলনায় অনেকটাই বেশি। একটি মাঝারি সাইজের ছাঁচের লক্ষ্মী ২৫০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। লক্ষ্মী সরার দাম ১৩০-১৭৫ টাকা।

আরও পড়ুন – ঐতিহ্যবাহী উল্কা ক্লাবের দুর্গাপূজা উপলক্ষে মেলা ও আদিবাসী নৃত্য প্রতিযোগিতা

উল্লেখ্য, রবিবার বাংলার ঘরে ঘরে ধন-এর দেবী লক্ষ্মীর আরাধনা হবে। শনিবার সকাল থেকে ফুল ও ফলের বাজারে উপচে পড়ে ভিড়। ফলের বাজার অন্যদিনের তুলনায় কিছুটা বেশি থাকলেও পদ্মফুল কিনতে গিয়ে রীতিমতো হাতে ছ্যাঁকা খাওয়ার অবস্থা গৃহস্থের। একটি বড় সাইজের পদ্মফুল ৩০ টাকায় বিক্রি হয়েছে। মাঝারি সাইজের ২০-২৫টাকা এবং ছোট সাইজের ১০-১৫ টাকায় বিক্রি হয়।

 

পদ্মফুল কিনতে গৃহস্থের পকেটে টান পড়লেও মুখে চওড়া হাসি ফুল ব্যবসায়ী ও চাষিদের। তারা জানিয়েছেন, দুর্গাপুজোয় আশানুরুপ দাম পাওয়া যায় নি। ফলে লাভের মুখ দেখা যায় নি। লক্ষ্মী পুজোয় পদ্মের দাম থাকায় ভালো লাভ হয়েছে। ছাঁচের লক্ষ্মী ও লক্ষ্মী সরার দামও রয়েছে গত বছরের তুলনায় অনেকটাই বেশি। একটি মাঝারি সাইজের ছাঁচের লক্ষ্মী ২৫০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। লক্ষ্মী সরার দাম ১৩০-১৭৫ টাকা। মা কমলার

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top