বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে নন্দকুমারে একাধিক কর্মসূচি। রবিবার ছিল বিশ্ব নবী দিবস। প্রতিবছর নবী হজরত মুহাম্মদের জন্মদিন উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষ হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়ালের ১২ তারিখে ঈদ্-ই-মিলাদ-উন-নবী হিসেবে পালন করে থাকেন। অনেকে এই দিনটিকে নবী দিবস হিসেবেও মানে। মুসলিম ধর্মপ্রাণ মানুষের কাছে আজকের এই পবিত্র দিনে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার নামালক্ষ্যা বাজারে ‘উল্কা স্পোর্টিং ক্লাব’এর ৩৩ তম বর্ষে বিশ্ব নবী দিবস উদযাপন করা হয়।
এই উদযাপন উপলক্ষে বাইক র্যা লি, রক্তদান শিবির, বস্ত্র ও মশারি বিতরণ, বৃক্ষরোপণ ও মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন দু:স্থ রোগীদের হাতে ফল বিতরণ করতে দেখা যায়। এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন, নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী সিরাজ খান, শ্রমিক নেতা শিবনাথ সরকার, নন্দকুমার থানার অফিসার ইনচার্জ মনোজ ঝা সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
এদিন নবীকে স্মরণ করতে এলাকায় মোটর বাইক র্যা লির আয়োজন করা হয়। মোটরবাইক র্যাঝলির উদ্বোধন করেন দুই বিধায়ক এবং কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি ও ওসি মনোজ ঝা। এদিনের এই অনুষ্ঠান মঞ্চে হিন্দু ও মুসলিম দুই বর্ণের মানুষের উপস্থিতিতে এক সম্প্রীতির বার্তা বহন করতে দেখা যায়।
আরও পড়ুন – খেলার মাধ্যমে প্রয়াত খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি
উল্লেখ্য, রবিবার ছিল বিশ্ব নবী দিবস। প্রতিবছর নবী হজরত মুহাম্মদের জন্মদিন উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষ হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়ালের ১২ তারিখে ঈদ্-ই-মিলাদ-উন-নবী হিসেবে পালন করে থাকেন। অনেকে এই দিনটিকে নবী দিবস হিসেবেও মানে। মুসলিম ধর্মপ্রাণ মানুষের কাছে আজকের এই পবিত্র দিনে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার নামালক্ষ্যা বাজারে ‘উল্কা স্পোর্টিং ক্লাব’এর ৩৩ তম বর্ষে বিশ্ব নবী দিবস উদযাপন করা হয়। এই উদযাপন উপলক্ষে বাইক র্যা লি, রক্তদান শিবির, বস্ত্র ও মশারি বিতরণ, বৃক্ষরোপণ ও মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন দু:স্থ রোগীদের হাতে ফল বিতরণ করতে দেখা যায়। নন্দকুমারে একাধিক