কোজাগরী লক্ষী পূজোতে জীবন্ত লক্ষী পূজো আবাসিক হোমে। জীবন্ত দুর্গা পুজো করার কথা শোনা যায়। কিন্তু জীবন্ত লক্ষ্মী পুজো? হ্যা, আজ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন জীবন্ত লক্ষী পূজো হলো জলপাইগুড়ি শহরের অনুভব হোমে। হোমের নাবালিকা দুই আবাসিককে লক্ষ্মী এবং পেঁচা সাজিয়ে লক্ষ্মীর ছবির পাশে বসিয়ে আলপোনা, ফুল বেলপাতা, ধুপ সহযোগে পাঁচালি ও মন্ত্রচ্চারণের মধ্যে দিয়ে পুজো করা হলো। এদিকে পুজোকে কেন্দ্র করে আজ সকাল থেকেই ব্যস্ততা চরমে আবাসিক অন্যান্য নাবালিকাদের মধ্যে।
এদিন হোমসুপার ডালিয়া মিত্র বলেন, এর আগে জীবন্ত দুর্গার পুজো বিষয়টি আমরা দেখেছিলাম। সেই জায়গা থেকে জীবন্ত লক্ষ্মীর কনসেপ্টটা মাথায় আসে দুই দিন আগে। এর জন্য আবাসিক নাবালিকাদের মধ্যে থেকে দুইজনকে বেছে নিয়ে লক্ষ্মী এবং পেঁচা সাজিয়ে রিহার্সাল করা হয়। এর পর আজ কোজাগরী লক্ষী পূজোর দিন পুজো হলো। কোন রকম নড়াচড়া না করে একটানা ঘন্টা খানেক বসে থাকা, চাট্টিখানি কথা নয়। আর এটা সম্ভব হয়েছে মেয়েদের মেডিটেশন করা জন্যই। এদের দুই বেলা মেডিটেশন চর্চা করা হয়। সেই দিক আজকের এই বিষয়টি, একটা পরীক্ষা ছিলো বলা যেতে পারে বলে জানালেন হোম সুপার ডালিয়া মিত্র।
আরও পড়ুন – আঠারো হাত যুক্ত মহালক্ষ্মীর আরাধনা মালদহে
উল্লেখ্য, জীবন্ত দুর্গা পুজো করার কথা শোনা যায়। কিন্তু জীবন্ত লক্ষ্মী পুজো? হ্যা, আজ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন জীবন্ত লক্ষী পূজো হলো জলপাইগুড়ি শহরের অনুভব হোমে। হোমের নাবালিকা দুই আবাসিককে লক্ষ্মী এবং পেঁচা সাজিয়ে লক্ষ্মীর ছবির পাশে বসিয়ে আলপোনা, ফুল বেলপাতা, ধুপ সহযোগে পাঁচালি ও মন্ত্রচ্চারণের মধ্যে দিয়ে পুজো করা হলো। এদিকে পুজোকে কেন্দ্র করে আজ সকাল থেকেই ব্যস্ততা চরমে আবাসিক অন্যান্য নাবালিকাদের মধ্যে। এদিন হোমসুপার ডালিয়া মিত্র বলেন, এর আগে জীবন্ত দুর্গার পুজো বিষয়টি আমরা দেখেছিলাম।
সেই জায়গা থেকে জীবন্ত লক্ষ্মীর কনসেপ্টটা মাথায় আসে দুই দিন আগে। এর জন্য আবাসিক নাবালিকাদের মধ্যে থেকে দুইজনকে বেছে নিয়ে লক্ষ্মী এবং পেঁচা সাজিয়ে রিহার্সাল করা হয়। এর পর আজ কোজাগরী লক্ষী পূজোর দিন পুজো হলো। কোন রকম নড়াচড়া না করে একটানা ঘন্টা খানেক বসে থাকা, চাট্টিখানি কথা নয়। আর এটা সম্ভব হয়েছে মেয়েদের মেডিটেশন করা জন্যই।