উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়িতে দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শনে উপাচার্য। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসকে ডেভেলপ করতে গেলে শুধু নতুন বিষয় চালু করা নয়, এমনও কিছু বিষয় চালু করতে হবে যেটা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসেও হয়তো চালু করা হচ্ছে না। এই বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া প্রধান ক্যাম্পাসে যে বিষয় গুলি পড়ান হয় সে গুলি জলপাইগুড়ির দ্বিতীয় ক্যাম্পাসেও পড়ানো হবে।
কার্যভার গ্রহন করার পর রবিবার জলপাইগুড়ির দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শনের পর এমন কথাই জানালেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ অমপ্রকাশ মিশ্র। রবিবার বিকেলে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শন করেন, কথা বলেন দ্বিতীয় ক্যাম্পাসের দ্বায়িত্ব প্রাপ্ত শিক্ষাকর্মী এবং অশিক্ষক কর্মীদের সাথে। ক্যাম্পাস ভবনের বিভিন্ন বিষয়ে তিনি জানতে চান। এমনকি কতোজন শিক্ষক শিক্ষিকা আছেন সেই বিষয়ে বিস্তারিত খোঁজ খবর করেন। এর পরে ক্যাম্পাস চত্বর ঘুরে দেখার পাশাপাশি ছাত্রছাত্রীদের হোস্টেলের বিষয়েও খুটিনাটি জেনে নেন তিনি।
আরও পড়ুন – খেলার মাধ্যমে প্রয়াত খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি
সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, দ্বিতীয় ক্যাম্পাসে যা পরিকাঠামো আছে তাতে প্রটেনশিয়াল অনেক, সেই দিকে লক্ষ রেখেই জোর কদমে কাজ করা হবে। পাশাপাশি তিনি বলেন, কিছু বিষয় যে টা প্রধান ক্যাম্পাসে পড়ান হয় না, সেটা এই ক্যাম্পাসে চালু করা। এতে শিলিগুড়ির ছাত্রছাত্রীরা জলপাইগুড়ি আসবে এবং জলপাইগুড়ির ছাত্রছাত্রীরা শিলিগুড়ি যাবে। তবে কি কি বিষয় চালু করা যেতে পারে সেই বিষয়ে পরিস্কার করে না বললেও উপাচার্য জানান এটা অ্যাকাডেমিক সিদ্ধান্ত নিয়েই জানানো হবে। এদিন উপাচার্যের সাথে জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজ, এবং আনন্দ চন্দ্র কলেজ অফ কমার্সের অধ্যক্ষরা ছাড়া দ্বিতীয় ক্যাম্পাসের জয়েন্ট রেজিস্টার, এবং অন্যান্য শিক্ষা কর্মীরা উপস্থিত ছিলেন।