পুকুর পাড়ে উদ্ধার বধূর বিবস্ত্র দেহ, খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী। এক গৃহবধূর বিবস্ত্র মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়ায় মালদহের চাঁচল থানার বিরস্থলী গ্রামে। অভিযোগ গৃহবধূকে শ্বাস রোধ করে খুন করে হাত পা বেঁধে বিবস্ত্র করে দেহ পুকুরে ফেলে দেয় তার স্বামী। ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে চাঁচোল থানার পুলিশ।রবিবার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চাঁচোল থানার পুলিশ।পাশাপাশি ঘটনাস্থল থেকেই পুলিশ অভিযুক্ত মৃতার স্বামী রাজা খানকে আটক করেছে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, বছর ছয়েক আগে গ্রামেই বিয়ে হয় রাজা খান ও রুকসানার। স্বামী পেশায় ইটভাটা শ্রমিক। তাদের একটি চার বছরের পুত্র সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। জমি নিয়ে মাঝে মধ্যেই রাজা খান অশান্তি করতো রুকসানার উপর বলে অভিযোগ মৃতার পরিবারের। যদিও মৃতার স্বামী রাজা খান রুকসানার সঙ্গে তার বাবার বাড়িতেই থাকতো। মৃতার মা আনো বিবি অভিযোগ করে বলেন, জামাই আমার মেয়েকে খুন করেছে, তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। এদিকে মৃতার মা আনো বিবি চাঁচল থানায় জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমেছে চাঁচোল থানার পুলিশ।
আরও পড়ুন – খেলার মাধ্যমে প্রয়াত খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি
উল্লেখ্য, এক গৃহবধূর বিবস্ত্র মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়ায় মালদহের চাঁচল থানার বিরস্থলী গ্রামে। অভিযোগ গৃহবধূকে শ্বাস রোধ করে খুন করে হাত পা বেঁধে বিবস্ত্র করে দেহ পুকুরে ফেলে দেয় তার স্বামী। ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে চাঁচোল থানার পুলিশ।রবিবার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চাঁচোল থানার পুলিশ।পাশাপাশি ঘটনাস্থল থেকেই পুলিশ অভিযুক্ত মৃতার স্বামী রাজা খানকে আটক করেছে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, বছর ছয়েক আগে গ্রামেই বিয়ে হয় রাজা খান ও রুকসানার।
স্বামী পেশায় ইটভাটা শ্রমিক। তাদের একটি চার বছরের পুত্র সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। জমি নিয়ে মাঝে মধ্যেই রাজা খান অশান্তি করতো রুকসানার উপর বলে অভিযোগ মৃতার পরিবারের। যদিও মৃতার স্বামী রাজা খান রুকসানার সঙ্গে তার বাবার বাড়িতেই থাকতো।