পেনশন না পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন পেনশন প্রাপকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন পুজোর আগেই প্রত্যেককে মাইনে পেনশন দিয়ে দেওয়া হবে। তবে ভাটপাড়া পৌরসভার ক্ষেত্রে সেই নির্দেশ পালন করা হয়নি এমনটাই দাবি পেনশন প্রাপকদের। আজ পুরসভার অন্দরেই পেনশন না পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন পেনশন প্রাপকরা। তাদের দাবি, তারা তাদের প্রাপ্য পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন। পুর কর্তৃপক্ষ এই বিষয়ে তেমন কোনো সদর্থক ভূমিকা নিচ্ছেন না।
এর আগেও তারা পুরসভায় বিক্ষোভ দেখিয়েছিলেন। কিন্তু আজ পেনশেন না পেয়ে ফের পুরসভার চেয়ারম্যান এর ঘরের সামনে বিক্ষোভ দেখান তারা। পুরসভার ভেতরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। যদিও পরিস্থিতি সামাল দিতে আসলে নামেন ভাইস-চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন বিক্ষোভকারীরা। যদিও তাদের ভাইস চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছেন চেয়ারম্যানের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করা হবে।
আরও পড়ুন – বাঁকুড়ার পোড়া পাহাড়ে রহস্যময় গুহার সন্ধান, আদিম মানুষের বসবাসস্থল দাবী স্থানীয়দের একাংশের
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন পুজোর আগেই প্রত্যেককে মাইনে পেনশন দিয়ে দেওয়া হবে। তবে ভাটপাড়া পৌরসভার ক্ষেত্রে সেই নির্দেশ পালন করা হয়নি এমনটাই দাবি পেনশন প্রাপকদের। আজ পুরসভার অন্দরেই পেনশন না পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন পেনশন প্রাপকরা। তাদের দাবি, তারা তাদের প্রাপ্য পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন।
পুর কর্তৃপক্ষ এই বিষয়ে তেমন কোনো সদর্থক ভূমিকা নিচ্ছেন না। এর আগেও তারা পুরসভায় বিক্ষোভ দেখিয়েছিলেন। কিন্তু আজ পেনশেন না পেয়ে ফের পুরসভার চেয়ারম্যান এর ঘরের সামনে বিক্ষোভ দেখান তারা। পুরসভার ভেতরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। যদিও পরিস্থিতি সামাল দিতে আসলে নামেন ভাইস-চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন বিক্ষোভকারীরা। যদিও তাদের ভাইস চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছেন চেয়ারম্যানের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করা হবে।