সুবর্নজয়ন্তী বর্ষের শ্যামাপুজোর সূচনা ফালাকাটা উদয় সংঘের

সুবর্নজয়ন্তী বর্ষের শ্যামাপুজোর সূচনা ফালাকাটা উদয় সংঘের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সুবর্নজয়ন্তী বর্ষের শ্যামাপুজোর সূচনা ফালাকাটা উদয় সংঘের। দুর্গাপুজা শেষ হতেই কালীপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেল ফালাকাটায়৷ ফালাকাটার থানারোড উদয় সংঘের শ্যামাপুজা এবারে সুবর্নজয়ন্তী বর্ষ। মঙ্গলবার বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে উদয় সংঘের কালীপুজোর আনুষ্ঠানিক সূচনা হল। সুবর্নজয়ন্তী বর্ষে কালীপুজোয় চমক দিতে প্রস্তুত ফালাকাটার উদয় সংঘ। এবারে তাদের থিম আধারে আলো।

 

গত একমাস ধরে থিমের মন্ডপ নির্মানের কাজ চলছে ক্লাব প্রাঙ্গনে। এদিন বিকেলে আদিবাসী নৃত্য ও মাদলের তালে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ফালাকাটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ক্লাবের সকল সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাতে সামিল হয়েছিলেন। উদয় সংঘ ক্লাবের তরফে শোভাযাত্রা থেকে শহরবাসীকে কালীপুজো দীপাবলীর আগাম বার্তা পৌছে দেওয়া হয়৷

আরও পড়ুন- পেনশন না পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন পেনশন প্রাপকরা

উল্লেখ্য, সুবর্নজয়ন্তী বর্ষের শ্যামাপুজোর সূচনা ফালাকাটা উদয় সংঘের। দুর্গাপুজা শেষ হতেই কালীপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেল ফালাকাটায়৷ ফালাকাটার থানারোড উদয় সংঘের শ্যামাপুজা এবারে সুবর্নজয়ন্তী বর্ষ। মঙ্গলবার বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে উদয় সংঘের কালীপুজোর আনুষ্ঠানিক সূচনা হল। সুবর্নজয়ন্তী বর্ষে কালীপুজোয় চমক দিতে প্রস্তুত ফালাকাটার উদয় সংঘ।

 

এবারে তাদের থিম আধারে আলো। গত একমাস ধরে থিমের মন্ডপ নির্মানের কাজ চলছে ক্লাব প্রাঙ্গনে। এদিন বিকেলে আদিবাসী নৃত্য ও মাদলের তালে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ফালাকাটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ক্লাবের সকল সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাতে সামিল হয়েছিলেন। উদয় সংঘ ক্লাবের তরফে শোভাযাত্রা থেকে শহরবাসীকে কালীপুজো দীপাবলীর আগাম বার্তা পৌছে দেওয়া হয়৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top