ফের পাচার হওয়া ৭৫টন কয়লা উদ্ধার, আটক তিন

ফের পাচার হওয়া ৭৫টন কয়লা উদ্ধার, আটক তিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের পাচার হওয়া ৭৫টন কয়লা উদ্ধার, আটক তিন। ফের পাচার হওয়া কয়লা উদ্ধার করল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। সূত্র মারফত জানা যায়, মঙ্গলবার মাঝরাতে রামপুরহাট থানার পুলিশের কাছে খবর আসে বিপুল পরিমাণে কয়লা তিনটি ট্রাকে করে পাচার হচ্ছে, দাগগুলি রামপুরহাট এর উপর দিয়ে মুর্শিদাবাদের দিকে যাবে।

 

খবর পাওয়ার সাথে সাথে রামপুরহাট থানার পুলিশ দ্রুত নাকা চেকিং শুরু করে, আর সেখানেই আছে সাফল্য। তিনটি ট্রাক বাজেয়াপ্ত করা হয় অবৈধ কয়লা সহ , আটক করা হয় ফিরোজ আনসারী, তপন বাউরী, বাপি রাউত নামে তিন ব্যক্তিকে। ফিরোজ আনসারী ও তপন বাউরী এদের দুজনের বাড়ি পশ্চিম বর্ধমানে, বাপি রাউত এর বাড়ি ঝাড়খণ্ডের জামতারা তে। রামপুরহাট থানার পুলিশ জানিয়েছে তিনটি ট্রাক থেকে মোট ৭৫ টন কয়লা উদ্ধার হয়েছে।

আরও পড়ুন- পেনশন না পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন পেনশন প্রাপকরা

অবৈধভাবে বালি বোঝাই দুটি ট্রাক গতকাল রাত্রে আটক করলো বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দুবরাজপুর-পানাগড় রাজ্য সড়কের দুবরাজপুর থানার অন্তর্গত তরুলিয়া মোড়ের কাছে অবৈধভাবে বালি বোঝাই ট্রাক দুটিকে আটক করে দুবরাজপুর থানার পুলিশ।আটক করা হয় ট্রাক সহ দুই চালককে। তাঁরা হলেন আরসাদ আলি এবং ভক্তরাম মণ্ডল।

 

আজ বুধবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানিয়েছেন , ঝাড়খন্ড এবং বীরভূম সীমান্তবর্তী থানাগুলোকে কড়া নির্দেশ দেওয়া আছে সমস্ত গাড়ি আগে চেকিং হবে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারবে। সেই অভিযান চালিয়ে দিনের-পর-দিন অবৈধ কয়লা এবং গরু পাচারের আগে পুলিশের জালে ধরা পরেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top