উত্তর বঙ্গের মেলাগুলিতে এখনও ঐতিহ্য বহন করে চলেছে কাটিহারের টম টম গাড়ি। উত্তর বঙ্গের মেলায় আজও সমাদৃত কাটিহারের টম টম গাড়ি । আধুনিক যুগে প্লাস্টিক ইলেকট্রনিক খেলনার দাপটে হারিয়ে যেতে বসেছে পুরনো দিনের খেলনা । এখন আর কোনো মেলায় তেমন ভাবে চোখে পড়ে না বাঁশের বাঁশি ও বিহারের কাটিহারের খেলনা গাড়ি টমটম ও কুমোর পাড়ায় তৈরি মাটির পুতুল। এসবই এখন ব্রাত্য। তবুও উত্তরবঙ্গের কিছু মেলায় পুরনো দিনের টম টম গাড়ি নিয়ে হাজির হচ্ছেন বিহারের কাটিহার বারসই ও কিষণগঞ্জের ফেরিওয়ালার দল।
তাদের কথায় পূর্ব পুরুষদের ব্যবসা ও শিল্পকে বাঁচিয়ে রাখার তাগিদে তারা এখনও বাঁশের কাঠি মাটির চাকা দিয়ে তৈরি করা টম টম গাড়ি তৈরী করে চোপড়ার শতাব্দী প্রাচীন জহরা মেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন মেলায় হাজির হন। ৫০ বছর আগে এক আনার টম টম গাড়ি এখন বিক্রি হচ্ছে কুড়ি টাকায়। এই টম টম গাড়ি দেখলে উত্তরবঙ্গের ষাটোর্ধ ব্যক্তিদের বাল্য কালের দিনগুলির কথা সহজেই মনে পরে যায়। খুরশিদ আলম জানান, টম টম গাড়ি তাদের বাপ ঠাকুরদার আমলের পেশা। ছোট বেলায় দাদাজির মুখে শুনতাম চোপড়ার জহরা মেলার কথা। ভালো বিক্রি হতো। এক আনা,দু আনা থেকে পাঁচ টাকা,এখন বিক্রি হচ্ছে কুড়ি টাকায় ।
আরও পড়ুন- পেনশন না পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন পেনশন প্রাপকরা
উল্লেখ্য, উত্তর বঙ্গের মেলায় আজও সমাদৃত কাটিহারের টম টম গাড়ি । আধুনিক যুগে প্লাস্টিক ইলেকট্রনিক খেলনার দাপটে হারিয়ে যেতে বসেছে পুরনো দিনের খেলনা । এখন আর কোনো মেলায় তেমন ভাবে চোখে পড়ে না বাঁশের বাঁশি ও বিহারের কাটিহারের খেলনা গাড়ি টমটম ও কুমোর পাড়ায় তৈরি মাটির পুতুল। এসবই এখন ব্রাত্য। তবুও উত্তরবঙ্গের কিছু মেলায় পুরনো দিনের টম টম গাড়ি নিয়ে হাজির হচ্ছেন বিহারের কাটিহার বারসই ও কিষণগঞ্জের ফেরিওয়ালার দল।
তাদের কথায় পূর্ব পুরুষদের ব্যবসা ও শিল্পকে বাঁচিয়ে রাখার তাগিদে তারা এখনও বাঁশের কাঠি মাটির চাকা দিয়ে তৈরি করা টম টম গাড়ি তৈরী করে চোপড়ার শতাব্দী প্রাচীন জহরা মেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন মেলায় হাজির হন। ৫০ বছর আগে এক আনার টম টম গাড়ি এখন বিক্রি হচ্ছে কুড়ি টাকায়। এই টম টম গাড়ি দেখলে উত্তরবঙ্গের ষাটোর্ধ ব্যক্তিদের বাল্য কালের দিনগুলির কথা সহজেই মনে পরে যায়। খুরশিদ আলম জানান, টম টম গাড়ি তাদের বাপ ঠাকুরদার আমলের পেশা। ছোট বেলায় দাদাজির মুখে শুনতাম চোপড়ার জহরা মেলার কথা। ভালো বিক্রি হতো। এক আনা,দু আনা থেকে পাঁচ টাকা,এখন বিক্রি হচ্ছে কুড়ি টাকায় ।