জেলার ডুবুরিদের স্থায়ীকরন ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবে ধুকছে দঃদিনাজপুর

জেলার ডুবুরিদের স্থায়ীকরন ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবে ধুকছে দঃদিনাজপুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জেলার ডুবুরিদের স্থায়ীকরন ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবে ধুকছে দঃদিনাজপুর। দক্ষিণ দিনাজপুর জেলাতে স্থায়ী পদে কোনও ডুবুরি না থাকার ফলে বিভিন্ন সময় নদী, পুকুর বা বিভিন্ন জলাশয়ে তলিয়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করতে সমস্যায় পরতে হয় জেলা প্রশাসনকে। অনেক সময় সেইসব তলিয়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করতে উত্তর দিনাজপুর জেলা থেকে ডুবুরি নিয়ে এসে উদ্ধার কাজ চালানো হয়।

আরও পড়ুন- পেনশন না পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন পেনশন প্রাপকরা

দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে ডিএম অফিসে অস্থায়ীভাবে কিছু ডুবুরি থাকলেও তাদেরকে সেই রকম ভাবে কাজে লাগানো হয় না। আবার কোনও সময় তাদেরকে কাজে ব্যবহার করলে মাত্র ৫৫৪ টাকা দেওয়া হয়। কোনও স্থায়ী পদ না থাকার ফলে দ্রুততার সাথে জলে তলিয়ে দেওয়া ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয় না জেলা প্রশাসনের। জানা গিয়েছে, তাপস সূত্রধর অস্থায়ী ডুবরি হিসেবে গত আট বছর ধরে কাজ করেও এখনও পর্যন্ত তাকে মাসিক ভাতা বা স্থায়ীকরণ করা হয়নি। গত ১৯ তারিখ তাপস সূত্রধর দক্ষিণ দিনাজপুর জেলার ডিএমকে একটি আবেদনপত্র জমা দেন।

 

তিনি জানান তাকে এবং তার মত ডুবুরি যারা অস্থায়ীভাবে আছেন তাদেরকে মাসিক ভাতা দিয়ে জেলা প্রশাসন তাদেরকে নিয়োগ করুক। তিনি আরও বলেন, তলিয়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করার সময় অক্সিজেন সিলিন্ডার, ফিপার বিভিন্ন সামগ্রী জেলা প্রশাসনের তরফে তাদেরকে উপলব্ধ করানো হোক যাতে তাদের প্রাণের ঝুঁকি কম হয়। এই বিষয়ে ডিএম তাকে আশ্বস্ত করেছেন এবং এই বিষয়ে তিনি ভাবনা-চিন্তা করবেন এবং পরবর্তী পদক্ষেপ নিবেন বলে জানান তাপস বাবু। জেলার ডুবুরিদের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top