আলাদীনের প্রদীপকে টেক্কা দিচ্ছে ম্যাজিক প্রদীপ

আলাদীনের প্রদীপকে টেক্কা দিচ্ছে ম্যাজিক প্রদীপ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আলাদীনের প্রদীপকে টেক্কা দিচ্ছে ম্যাজিক প্রদীপ। আলাদীনের প্রদীপকে টেক্কা দিচ্ছে ম্যাজিক প্রদীপ। গল্প কথার আলাদীনের প্রদীপকে বাস্তবে জোড় কদমে টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গের ম্যাজিক প্রদীপ। জল ঢাললে প্রদীপ জলে আবার জল ফেলে দিলে প্রদীপ যায় নিভে যায়। অবাক করা প্রদীপ নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে।

 

হাতে আর মাত্র কয়েকটা দিন। সামনেই আলোর উৎসব দীপাবলি। আর তাতে মেতে উঠবে সমগ্র দেশবাসী থেকে রাজ্যবাসী। আলোর রোশনাইয়ে সেজে উঠবে সমগ্র দেশ। গ্রাম থেকে শহর সর্বত্র ঘরে ঘরে জ্বলবে আলো। আলোর এই উৎসবের মরশুমে উর্ধ্বমুখী তেলের দাম। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দাম বেড়েছে তেলের পাশাপাশি টুনি লাইটের। ফলে পকেটে টান পড়েছে আমজনতার।

 

তাই এবছর তেলের খরচ বাঁচাতে দীপাবলির আগে বাজারে এসেছে ম্যাজিক প্রদীপ। যা তেলে নয় বরং জল দিয়ে জ্বলবে প্রদীপ। হ্যা শুনতে আশ্চর্য মনে হলেও এটাই বাস্তব। আলোর উৎসবে এবছরের বিশেষ আকর্ষণ এই আশ্চর্য প্রদীপ। জেলার অন্যান্য বাজারের মতোই ধূপগুড়ি বাজারের বৈদ্যুতিক সামগ্রীর দোকানে মিলছে এই ম্যাজিক প্রদীপ। গল্পকথার আলাদিনের আচার্য প্রদীপ না হলেও এই ম্যাজিক প্রদীপের বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে।

আরও পড়ুন – কালী পূজার প্রতিমা বানাতে জোর ব্যস্ততা কুমোরটুলিতে

কারণ অনেকেই মনে করছেন এই প্রদীপের ব্যবহার যথেষ্ট লাভজনক। কারন তেল খরচ নেই। তাই একবার কিনে নিতে পারলেই বহুদিন পর্যন্ত শুধুমাত্র জল ঢেলে প্রদীপ জ্বালানো যাবে। জানা গেছে মাত্র পঞ্চাশ টাকা প্রতি পিস দড়ে বাজারে মিলছে এই ম্যাজিক প্রদীপ।

 

ধূপগুড়ির বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী প্রদীপ মজুমদার জানিয়েছেন, নতুনত্ব জিনিসের বাজারে এমনিতেই চাহিদা থাকে, এবছর দীপাবলি উপলক্ষে এই ম্যাজিক প্রদীপ এনেছি। বর্তমানে তেলের যা দাম তাতে এই ম্যাজিক প্রদীপ ক্রেতাদের জন্য যথেষ্ট লাভজনক। তেল ও বিদ্যুৎ ছাড়া শুধুমাত্র জলে জ্বলবে এই প্রদীপ। নতুনত্ব হিসেবে ক্রেতারা খুব পছন্দ করছে তাই চাহিদাও রয়েছে যথেষ্ট। সর্বপরি এবছর আলাদীনের প্রদীপ না পেলেও ম্যাজিক প্রদীপে মেতেছে জেলাবাসী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top