পঞ্চায়েত নির্বাচনের পূর্বে দক্ষিণ দিনাজপুরে রাজনৈতিকভাবে এবং সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস একশো শতাংশ তৈরী, দাবী গৌতমের। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে বিজেপির রাজ্য সভাপতির জেলাতে ফ্রন্টফুটে তৃণমূল কংগ্রেস দাবী তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। উল্লেখ যে দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে ৬৪টি গ্রাম পঞ্চায়েত, ৮টি পঞ্চায়েত সমিতি এবং ১টি জেলা পরিষদ। বিগত ২০১৮-র ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় জেলা পরিষদ এবং ৮টি পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও সেসময় জেলার একাধিক গ্রাম পঞ্চায়েত ছিল বিজেপির দখলে।
যদিও তারপরে টাঙ্গন, পূর্ণভবা, আত্রেয়ী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। সূত্র মারফৎ খবর গত বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ভরাডুবির পর দক্ষিণ দিনাজপুরে পঞ্চায়েতের বুথ এলাকাগুলিতে বর্তমানে বিজেপি কর্মীদের মনোবল তলানিতে। সূত্র মারফৎ এও খবর বুথ এলাকার বিজেপির কর্মীরা কার্যত বর্তমানে জনবিচ্ছিন্ন হয়ে পড়ার কারনে তাদের ফের ভোটের ময়দানে নামাতে হিমশিম খেতে হচ্ছে বিজেপি নেতৃত্বদের। এরই মাঝে ছাই চাপা আগুনের ন্যায় দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির অন্তদ্বন্দ্ব সামনে আসছে জেলার একাধিক বুথ এলাকা থেকে শুরু করে বিজেপির শাখা সংগঠনগুলির সাংগঠনিক জেলা স্তরেও। যা দেখে জেলার রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে দক্ষিণ দিনাজপুরে ব্যাকফুটে বিজেপি শিবির।
আরও পড়ুন – ছয় বাংলাদেশীকে গ্রেপ্তার করলো সুতি থানার পুলিশ
বিজেপি যখন ব্যকফুটে বলে ধারণা জেলার রাজনৈতিক বিশ্লেষকদের সেখানে কার্যত মনোবল চাঙ্গা তৃণমূল শিবিরের। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস বলেন রাজনৈতিকভাবে এবং সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস একশো শতাংশ তৈরী। তিনি বলেন দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির সংগঠন বলে কিছু নেই। তিনি এও বলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে জেলার প্রতিটি বুথে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।