DYFI এর তরফ থেকে তুফানগঞ্জ 2নং বিডিও অফিস অভিযান। আজ তুফানগঞ্জ 2 নং বিডিও অফিসে অভিযান করলো DYFI এর তরফ। আজ দুপুর ১ টা নাগাদ বক্সিরহাটের DYFI কার্য্যালয়ের সামনে থেকে একটি মিছিল করে আসে বিডিও অফিসের সামনে।তারপর তারা তুফানগঞ্জ 2 নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজীৎ কুন্ডু একটি ডেপুটেশন দেন ৫ দফা দাবী নিয়ে বলে যানান DYFI বক্সিরহাট লোকাল কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ আলি।
তিনি আরো বলেন যে তাদের ৫দফা দাবী গুলো হলো বক্সিরহাট এলাকার বৃহত্তম রাস্তা জোড়ায় মোড় থেকে বক্সিরহাট বাজার হয়ে আসাম সীমান্ত পযর্ন্ত রাস্তা চওড়া করতে হবে, ১০০ কাজের গরীব মানুষের বকেয়া প্রাপ্য টাকা অবিলম্বে প্রধান করতে হবে। সহ আরো এই রকম কিছু দাবী দাওয়া নিয়ে এই ডেপুটেশন টি দেন বলে যানান। এই ব্যাপারে তুফানগঞ্জ 2 নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক যানান যে তিনি এই ব্যাপারে উর্ধ্বতনকতৃ পক্ষকে যানাবেন।
আরও পড়ুন – দিলীপ বাবুর কাছে যেটি হাতি তৃণমূলের কাছে সেটি মশাঃ কুনাল
উল্লেখ্য, আজ তুফানগঞ্জ 2 নং বিডিও অফিসে অভিযান করলো DYFI এর তরফ। আজ দুপুর ১ টা নাগাদ বক্সিরহাটের DYFI কার্য্যালয়ের সামনে থেকে একটি মিছিল করে আসে বিডিও অফিসের সামনে।তারপর তারা তুফানগঞ্জ 2 নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজীৎ কুন্ডু একটি ডেপুটেশন দেন ৫ দফা দাবী নিয়ে বলে যানান DYFI বক্সিরহাট লোকাল কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ আলি।
তিনি আরো বলেন যে তাদের ৫দফা দাবী গুলো হলো বক্সিরহাট এলাকার বৃহত্তম রাস্তা জোড়ায় মোড় থেকে বক্সিরহাট বাজার হয়ে আসাম সীমান্ত পযর্ন্ত রাস্তা চওড়া করতে হবে, ১০০ কাজের গরীব মানুষের বকেয়া প্রাপ্য টাকা অবিলম্বে প্রধান করতে হবে। সহ আরো এই রকম কিছু দাবী দাওয়া নিয়ে এই ডেপুটেশন টি দেন বলে যানান। এই ব্যাপারে তুফানগঞ্জ 2 নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক যানান যে তিনি এই ব্যাপারে উর্ধ্বতনকতৃ পক্ষকে যানাবেন।