বেকারত্ব ও মূল্যবৃদ্ধির সমাধানের দাবিতে জঙ্গীপুরে ওয়েলফেয়ার পার্টির অবস্থান। বিগত কয়েক দশকের মধ্যে দেশের বেকারত্বের হার যখন সবচেয়ে বেশি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, তখনই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অভিযান করছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। দেশ জুড়ে তোলপাড়, বেহাল দশা জীবিকার”
এই শিরোনামে ১৫ই অক্টোবর’২২ থেকে ৩০শে অক্টোবর’২২ পর্যন্ত সারা দেশব্যাপী পার্টি যে প্রচারাভিযানের ডাক দিয়েছে তারই অংশ হিসেবে ১২দফা দাবী নিয়ে রঘুনাথগঞ্জ ফুলতলা ট্রাফিক মোড়ে অবস্থান বিক্ষোভ এবং জঙ্গীপুর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন।এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী, উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার জেলা সভাপতি হামিদ শেখ, জেলা সম্পাদক মুহাঃ আশাদুল্লাহ ও আবেদ হোসেন,সহ অন্যান্য নেতৃত্ব।
তাদের দাবীঃ ১. নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর জিএসটি প্রত্যাহার করতে হবে । ২. দরিদ্র নাগরিকদের ক্রয় অক্ষমতা দূর করতে আর্থিক সহায়তা প্রদান করতে হবে । ৩.নাগরিক কেন্দ্রিক প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে সমস্ত বিপিএল পরিবারে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং ভর্তুর্কি যুক্ত রিফিল সিলিন্ডার দিতে হবে । অনাহার এবং অপুষ্টি রোধে বিপিএল কার্ডধারীদের বাড়িতে প্রধানমন্ত্রী কল্যাণ অন্ন রোজগার যোজনা অব্যাহত রাখতে হবে ।
আরও পড়ুন – দিলীপ বাবুর কাছে যেটি হাতি তৃণমূলের কাছে সেটি মশাঃ কুনাল
আইন প্রণয়নের মাধ্যমে শহুরে দরিদ্রদের জন্য MGNREGA প্রসারিত করা এবং গ্রামীণ দরিদ্রদের জন্য মজুরি ৫০০ টাকা ও বাৎসরিক কাজ ১০০ দিন থেকে ২০০ দিন পর্যন্ত বৃদ্ধি করতে হবে । “ খাদ্য নিরাপত্তা আইন ” এবং ” নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংশোধনী আইন ” এর সর্বোত্তম বাস্তবায়ন করতে হবে । 8 . ৫ . ৬.৭. পেট্রোলিয়ামের উপর সারচার্জ ফিরিয়ে আনতে হবে এবং একে GST- র আওতায় আনতে হবে ।
কালোবাজারি এবং দুর্নীতি রোধে উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে । ধর্ম বা বর্ণ নির্বিশেষে দেশের বেকার যুবকদের বেকার ভাতা বা বেরোজগার ভাড়া প্রদান করতে হবে । ৯ . ১০. স্বচ্ছতার সাথে নিরপেক্ষভাবে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করতে হবে । ১১. নির্বিচারে বেসরকারীকরণ বন্ধ করতে হবে যা দেশের কর্মসংস্থানকে হত্যা করছে । ১২. ভারতীয় সশস্ত্র বাহিনীতে স্বল্পমেয়াদী নিয়োগ বন্ধ করতে হবে এবং অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে বেসামরিকদের সামরিকীকরণ বন্ধ করতে হবে।