বাড়ির সদর দরজা থেকে তুলে নিয়ে গেল এক ১২ বছরের কিশোরকে। জ্ঞান ফিরতেই নিজেকে ট্রেণের মধ্যে দেখে ট্রেণ থেকে লাফ ঐ কিশোরের। পরে নদিয়ার শিমুরালী ষ্টেশন থেকে উদ্ধার ঐ কিশোর। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে রানাঘাট শিয়ালদহ শাখার শিমুরালী ষ্টেশনে। পরে স্থানীয় বাসিন্দারাই তাকে তার বাবার হাতে তুলে দেন। ছেলেকে খুঁজে পেয়ে খুঁশি পরিবারের লোকেরা।
অভিযোগ গতকাল বিকালে বাড়ির কাছেই খেলছিল পলাশ চৌধুরী। দুই অপরিচিত যুবক পলাশ কে বলে তার বাবা ডাকছে । অতচ তার বাবা সে সময় ঘরেই ছিল। দৌড়ে পালাতে গেলে তাকে ধরে ফেলে এবং মুখে রুমাল দিয়ে অঞ্জাণ করে আপ ট্রেনে নিয়ে রওনা দেয় পলাশ কে। পলাশের বাড়ি উত্তর ২৪ পরগণা জেলার কাঁচরাপাড়ার সিটি বাজার এলাকায়। বাবা পেশায় রেল কর্মী। সন্ধে হয়ে যাওয়ায় বাড়ি না ফেরায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করতে থাকে। শিমুরালীর লোকেদের কাছ থেকে ফোন নিয়ে বাড়িতে যোগাযোগ করে পলাশ। ষষ্ঠ শ্রেণীর ছাত্র পলাশ। কাঁচরাপাড়া থেকে ট্রেনে নিয়ে পালায় দুষ্কৃতি দল। শিমুরালী ষ্টেশনে আসতেই পলাশ ট্রেণ থেকে লাফিয়ে কোনমতে প্রানে বাচে। এরপর তার বাবা এসে পলাশ কে উদ্ধার করে বাড়ি নিয়ে যায় তার বাবা। ছেলেকে কাছে পেয়ে খুশী পরিবারের লোকেরা