ন্যায্য মূল্যে সার কেনা সহ একাধিক দাবিতে স্মারক লিপি প্রদান কৃষক সংগ্রাম কমিটির। সার কিনতে গিয়ে MRP-র বেশি টাকা দিতে হচ্ছে কৃষকদের। বীজ, সার ও কীটনাশকে মেশানো হচ্ছে ভেজাল। এমনটাই অভিযোগ এসইউসিআই প্রভাবিত কৃষক সংগ্রাম কমিটির সদর ব্লক শাখার।
পাশাপাশি বন্ধ কো-অপারেটিভ খুলে সার সহ কৃষি সামগ্রী প্রদান, মরশুমের শুরুতেই কৃষকদের থেকে ন্যায্য মূল্যে ধান কেনা, ফড়েদের দৌরাত্ম্য বন্ধের দাবি সহ বৃহস্পতিবার দুপুরে একাধিক দাবি আদায়ের লক্ষ্যে তারা স্মারকলিপি তুলে দিলেন জলপাইগুড়ি অতিরিক্ত জেলাশাসক অশ্বিনী রায়ের হাতে। অতিরিক্ত জেলাশাসকের সাথে সদর্থক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
এদিন প্রথমে জলপাইগুড়ি স্টেশনে জমায়েত হন কৃষক সংগ্রাম কমিটির নেতাকর্মীরা। এরপর বড় ডাকঘর মোড়, পিডব্লিউডি মোড় হয়ে মিছিল করে জেলাশাসকের দপ্তরে আসেন তারা। জেলাশাসক না থাকায় অতিরিক্ত জেলাশাসক অশ্বিনী রায়ের হাতে স্মারকলিপি তুলে দিয়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নেতারা। পরে কমিটির তরফে হরিভক্ত সর্দার বলেন, কৃষকদের একাধিক দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি দেওয়া হল। প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক। তিনি আরও বলেন, সার কোম্পানি ও ডিলারদের সাথে ইতিমধ্যেই প্রশাসন বৈঠক করেছে।দুয়ারে ধান কেনার বিষয়েও অতিরিক্ত জেলাশাসক আশ্বাস দিয়েছেন বলে দাবি হরিভক্ত বাবুর।
আরও পড়ুন – দীপাবলি ও শ্যামাপূজা নিয়ে রাজারহাট থানা কমিটির প্রশাসনিক বৈঠক
উল্লেখ্য, সার কিনতে গিয়ে MRP-র বেশি টাকা দিতে হচ্ছে কৃষকদের। বীজ, সার ও কীটনাশকে মেশানো হচ্ছে ভেজাল। এমনটাই অভিযোগ এসইউসিআই প্রভাবিত কৃষক সংগ্রাম কমিটির সদর ব্লক শাখার। পাশাপাশি বন্ধ কো-অপারেটিভ খুলে সার সহ কৃষি সামগ্রী প্রদান, মরশুমের শুরুতেই কৃষকদের থেকে ন্যায্য মূল্যে ধান কেনা, ফড়েদের দৌরাত্ম্য বন্ধের দাবি সহ বৃহস্পতিবার দুপুরে একাধিক দাবি আদায়ের লক্ষ্যে তারা স্মারকলিপি তুলে দিলেন জলপাইগুড়ি অতিরিক্ত জেলাশাসক অশ্বিনী রায়ের হাতে। অতিরিক্ত জেলাশাসকের সাথে সদর্থক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।