পুরাতন কর্মীদের সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে বিজয়া সন্মেলন পালন সোনারপুরে। শনিবার রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সন্মেলন পালন করা হল। এদিন এই উপলক্ষ্যে প্রধান অতিথি ছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিন বিধায়ক অরুন্ধতী মৈত্র, রাজপুর টাউন সভাপতি শিবনাথ ঘোষ, রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডাঃ পল্লব দাস, ডায়মন্ড হারবার ও যাদবপুর জেলার যুব সভাপতি সোমনাথ বনিক, রাজপুর টাউনযুব সভাপতি প্রতিক দে, সহ সভাপতি বাবুলাল দেবনাথ সহ একাধিক নেতৃত্ব।
এদিন রাজপুর টাউনের অন্তর্গত প্রতিটি ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা গন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এদিন রাজপুর টাউনের অন্তর্গত প্রতিটি ওয়ার্ডের পুরাতন তৃণমূল কর্মীদের মন্ত্রী পার্থ ভৌমিক ও বিধায়ক অরুন্ধতী মৈত্র সংবর্ধনা ঞ্জাপন করেন। অনুষ্ঠানে এসে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, তৃণমূল এমন একটি দল যারা আদি নব্যের মেলবন্ধনে গড়ে উঠেছে, তাই তো মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে শুধু বিজয়া সন্মেলন নয় দলের পুরাতন কর্মীদের সংবর্ধনা দেওয়া হল আজ।
আরও পড়ুন – থিম ও সাবেকিয়ানার মেল বন্ধনে নজর কাড়বে ডুয়ার্সের নেতাজী সংঘ
পাশাপাশি পার্থ বাবু বলেন, কেউ যদি দোষ করে থাকেন তার জন্যে গোটা তৃণমূল দলকে যারা বদনাম করার চেষ্টা করেছে আগামী দিনে ঠিক সময় তারা যোগ্য জবাব পেয়ে যাবে। তৃণমূল কংগ্রেস কখনো অন্যায়কে বরদাস্ত করে নি আর করবেও না বলে জানান পার্থ বাবু। এদিন অনুষ্ঠানের শেষে বিধায়ক অরুন্ধতী মৈত্র বলেন, বাংলা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খুশিতে হাসছে এবং সবার ঘরের দুয়ারে উন্নয়ন পৌছে গেছে।