ফের নাবালিকার বিয়ে রদ করল মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের কন্যাশ্রী যোদ্ধা ও ব্লক প্রশাসন । বন্ধ হল সামাজিক অপরাধ, পরিবারের সাথে মুচলেকা নেওয়া হল মেয়ের ১৮ বছর বয়স হলেই তবেই মেয়ের বিয়ে দেবেন।
হরিহরপাড়া থানার রামপাড়া ভান্ডাদাহ গ্রামের বাসিন্দা সাইফুল শেখ তার নাবালিকা মেয়ে বছর ১৫এর পারভিনা খাতুনএর বিয়ে ঠিক করেছিলেন পাশের নদীয়া জেলার পলাশি গ্রামে মাসির ছেলের সাথে। ঐ নাবালিকা রামপাড়া জুনিয়র গার্লস স্কুলে অষ্টম শ্রেনীর ছাত্রী।আগামী রবিবার ছিল তাদের বিয়ের দিন। কিন্তু গোপন সুত্রে নাবালিকার বিয়ের খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে নাবালিকার বাড়িতে হাজির হন ব্লকের কন্যাশ্রী যোদ্ধা ও হরিহরপাড়া থানার পুলিশ।
নাবালিকার পরিবারকে বোঝানো হয় নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার কুফল সম্পকে। এরপর নাবালিকার মা জরিনা বিবি ও দাদু সফিক শেখ প্রশাসন কে মুচলেকা দেন মেয়ের ১৮ বছর বয়স হলেই মেয়ের বিয়ে দেবেন।