বিরাটের কাঁধে ভর দিয়ে জয় তাই রোহিতের কাধে বিরাট। কোহলির কাধে ভর দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতে নিল ভারত। তাই জেতার শেষে ক্যাপ্টেন রোহিতের কাধে বিরাট। জয়ের পরই সকলেই ছুটে আসেন বিরাটের কৃছে। তখন তার চোখে আনন্দাশ্রু। অধিনায়ক রোহিত শর্মা আবেগাপ্লুত হয়ে বিরাট কোহলিকে কাঁধে তুলে ঘোরাতে থাকেন। বিরাট কোহলি এবং দলের অন্যান্য খেলোয়াড়রাও খুশির তুঙ্গে ছিলেন।
একই সময়ে, ম্যাচ শেষ হওয়ার পরে, হার্দিক পান্ডিয়া যখন অ্যাঙ্কর ইরফান পাঠানের সঙ্গে কথা বলছিলেন, তখন তাঁর চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে। তিনি বলেন, আমরা শুধু এই ভালোবাসা আর সম্মানের জন্যই খেলি। এদিনের ম্যাচ জিতে রোহিত ও হার্দিক দু’জনেই বলেন যে এই ইনিংসই বিরাটের সেরা ইনিংস হিসাবে আপাতত ফরিগণিত হবে।
বিরাট নেজেও তাই স্বীকার করে নেন। দিনের শুরুটা দারুণ করেছিলেন আর্শদীপ সিং। পাকিস্তানের দুই সেরা ব্যাটসম্যানকে পত্রপাঠ আউট করে বাড়ি পাঠিয়ে দেন। বাবর ও রিজওয়ানকে সাজঘরে ফিরিয়ে আর্শদীপ পাকিস্তানের কোমর ভেঙ্গে দিলেও মিডল অর্ডার সামলে নেয়। যখন মনে হচ্ছিল ১২৫ রান হবে। কিন্তু সেই রান ১৫৯ শেষ করে পাকিস্তান।
আরও পড়ুন – এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য
শান মাসুদের ৪২ বলে অপরাজিত ৫২ রান ও ইফতিখার আহমেদের ৩৪ বলে ৫১ রানের ইনিংস অনেকটাই কাজে আসে এবং পাকিস্তানের ইনিংস ১৫৯ রানে নিয়ে যান। ১৬০ রান তাড়া করতে নেমে প্রথমেই ধাক্কা খেয়েছিল ভারতের ইনিংস। ৩১ রানের মধ্যেই চার উইকেট হারিয়েছিল ভারত। দলের রান যখন সাত, তখন ব্যাক্তিগত চার রান করে সাজঘরে ফিরে যান কেএল রাহুল। কিন্তু শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে পাকিস্তান। চার উইকেট জয় পায় ভারত। বিরাট ঠাণ্ডা মাথায় নিজে অপরাজিত থেকে ম্যাচ বের করে দাও।


















